নাহিদ রানাতে মুগ্ধ ইয়ান বিশপ
স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সোমবার (১১ নভেম্বর) তৃতীয় ওয়ানডেতে অভিষেক হয়েছে বাংলাদেশের পেসার নাহিদ রানার। ইনিংসের শুরু থেকেই দারুণ বোলিং করেন তিনি। প্রথম ওভারে ৬ রান দেন। ওই ওভারে ১৪৮.৭ কিলোমিটার গতিতে বল করে গুরবাজকে ভড়কে দেন। পরের ওভারে অবশ্য কোনো রানই নিতে পারেননি গুরবাজ। তৃতীয় ওভারে দেন মাত্র ২ রান। চতুর্থ ওভারে এসে ১৫০.৯ কিলোমিটার গতিতে বল করে সেদিকুল্লাহ অটলকে ভড়কে দেন। চতুর্থ বলে বোল্ড করেন তাকে। ১৪৭ কিলোমিটর গতির বল চোখে দেখেনি অটল। বোল্ড হয়ে যান তিনি।
শুরুতেই নাহিদ রানার বোলিং দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স’এ তার প্রশংসা করেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ। পাশাপাশি তিনি তার যত্ন ও পরিচর্যা করারও পরামর্শ দেন। তিনি লিখেন, ‘বাংলাদেশের উচিত একজন সেরা ‘স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং’ বিশেষজ্ঞ নিয়ে আসা। তার তত্ত্বাবধানে যথাযথ খাদ্যাভাসের পাশাপাশি অন্যান্য পেস বোলারদের সঙ্গে নাহিদ রানাকে রেখে পরিচর্যা করা। খুবই মুগ্ধ হওয়ার মতো পেস আছে তার বলে।’
আরও পড়ুনমন্তব্য করুন