ভিডিও বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে সতর্ক করলেন সিমন্স

ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে সতর্ক করলেন সিমন্স, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশের দলের কোচের দায়িত্ব নেন ফিল সিমন্স। দায়িত্ব নেয়ার পর টানা দুইটি সিরিজ হারলেন তিনি। সামনে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর। সেই সিরিজও কঠিন হতে যাচ্ছে, তা আগেই জানিয়ে দিলেন টাইগারদের নতুন কোচ।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে কোনপ্রকার পাত্তাই পায়নি বাংলাদেশ। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ গোলে হেরেছে টাইগাররা। আসন্ন ক্যারিবীয় সিরিজও কঠিন হতে যাচ্ছে বলে সতর্ক করলেন সিমন্স। তিনি বলেন, ‘আমি কী প্রত্যাশা করব? আমি আশা করি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের মতো ক্রিকেট খেলাটা কঠিন হবে। আমার মনে হয় সেন্ট কিটসে আমরা এরকম কন্ডিশনেই ওয়ানডে খেলব। আমি জানি না সেন্ট ভিনসেন্টের উইকেট এখন কেমন। অনেক দিন ধরেই আমি সেখানে নেই।’ তিনি আরও বলেন, ‘কিন্তু অ্যান্টিগা এবং জ্যামাইকার টেস্ট ম্যাচ ভালো উইকেটে হবে। আমার মনে হয়, কঠিন একটা সফর হবে এবং ছেলেরা সেটার জন্য মুখিয়ে আছে। আমরা সবাই মুখিয়ে আছি। দেখা যাক আমরা কী করতে পারি। দুর্ভাগ্যক্রমে আমাদের বেশ কয়েকটা ইনজুরি সমস্যা আছে। কিন্তু এটা অন্যদের জন্য একটা সুযোগ যে তারা কতটা প্রস্তুত।’

আরও পড়ুন

এদিকে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে হেরে ওয়ানডে সিরিজ খুইয়েছে টাইগাররা। সিরিজ হারের কারণও জানিয়েছেন সিমন্স। বাংলাদেশের কোচ মনে করেন, আজমতউল্লাহ ওমরজাই এবং গুরবাজের জুটিই টাইগারদের হারের মূল কারণ। সিমন্স বলেন, ‘আমার মনে হয় যখন ওমরজাই ব্যাটিংয়ে এলো এবং গুরবাজের সঙ্গে জুটি গড়ল। তারা দু’জনই বিপদজনক ব্যাটার। আমরা যদি ওই সময় উইকেট নিতে না পারতাম তারা বড় জুটি গড়তো। সেটাই হয়েছে, আমরা উইকেট নিতে পারিনি আর তারা জুটি গড়েছে। এজন্যই আপনি এমনটা দেখেছেন। কিন্তু আমাকে যেটা বলতেই হবে লম্বা সময় পর শারজাহতে আমি এতো ভালো উইকেট দেখলাম। কারণ প্রথম দুই ম্যাচে এখানে ব্যাটিং করা কঠিন ছিল। কিন্তু আজ ব্যাটিংয়ের জন্য উইকেট খুবই ভালো ছিল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে জমির বিরোধের জেরে নিহত ১,আটক ২ 

বন্দরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের গলা কাটা লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জে লেকপাড়ে খণ্ড খণ্ড মরদেহটি চাঁদ ডাইংয়ের মালিকের

সিলেটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল গ্রেপ্তার

জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তা, জড়িতদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিলো সরকার