ভিডিও বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে তিনটি বাড়িতে পরিচিতদের মধ্যে গোলাগুলি, অস্ত্রধারীসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে তিনটি বাড়িতে পরিচিতদের মধ্যে গোলাগুলি, অস্ত্রধারীসহ নিহত ৫

তিনটি বাড়িতে আলাদা বন্দুক হামলায় অস্ত্রধারীসহ পাঁচজন নিহত হয়েছেন। ঘটনাগুলো ঘটেছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয় সন্ধ্যার দিকে প্রথম গোলাগুলির খবর পায় পুলিশ।

উইচিটা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, সান্তা ফে সাউথ এলাকার ১৭০০ ব্লকে এক বাড়িতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পায়। পরে আরও একটি বাড়িতে তল্লাশি চালিয়ে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।পরবর্তীতে গোটা এলাকায় চিরুনি অভিযান চালায় পুলিশ। এসময় আরেকটি বাড়ির জানালায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বাড়িটিতে প্রবেশ করে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত পাঁচজনের বয়স ৩৯, ৪২, ৫৫, ৬৭ এবং ৬৮ বছর।
  
উইচিটা পুলিশের মুখপাত্র অ্যান্ড্রু ফোর্ড বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা একে অপরের পরিচিত এবং এ ঘটনায় কোনো সন্দেহভাজন পলাতক নেই। আমরা ধারণা করছি, নিহতদের মধ্যেই একজন এই হামলা চালিয়েছেন।

আরও পড়ুন

পুলিশ প্রধান জো সুলিভান বলেন, ‘আমাদের বিশ্বাস নিহতদের মধ্যে একজনই হয়তো গোলাগুলির ঘটনায় মূল হোতা। তবে তিনি কে, তা এখনও নিশ্চিত করা যায়নি।’ পুলিশের তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এ ঘটনায় উইচিটা পুলিশ বিভাগের কর্মকর্তারা বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, এই ঘটনার পর সাম্প্রদায়িক সংঘাতের কোনো ঝুঁকি নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্দরে ডোবা থেকে অজ্ঞাত যুবকের গলা কাটা লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জে লেকপাড়ে খণ্ড খণ্ড মরদেহটি চাঁদ ডাইংয়ের মালিকের

সিলেটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল গ্রেপ্তার

জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তা, জড়িতদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিলো সরকার

বসুন্ধরার চাকরি ছাড়লো আবু সাঈদের দুই ভাই