ভিডিও বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ব্যাংকের চেকে ‘Lac’ নাকি ‘Lakh’ কোনটি লিখবেন?

ব্যাংকের চেকে ‘Lac’ নাকি ‘Lakh’ কোনটি লিখবেন? ফাইল ছবি

লাইফস্টাইল ডেস্ক : ব্যাংকের টাকা পয়সা সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে অন্যতম একটি মাধ্যম হলো চেকের ব্যবহার। চেকের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তোলেন। আবার অন্যকে টাকা পেমেন্ট করতে গেলেও চেকের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। যখন এক লাখ টাকা বা তার বেশি টাকা চেকের মধ্যে লিখতে হয় তখন একটি সংশয় তৈরি হয়।

অনেকেই সাধারণত লাখ কথাটি ইংরেজিতে লেখেন ‘Lakh’ হিসেবে। আবার অনেকে লেখেন ‘Lac’ হিসাবে। তবে কোন লেখাটা সঠিক। চেকের মধ্যে টাকার অংক লেখার সময় সংখ্যায় লেখার জায়গায় কোন সমস্যা সৃষ্টি হয় না। সমস্যা সৃষ্টি হয় কথায় লেখার জায়গায়। সেখানে এক লাখ কে ‘Lakh’ নাকি ‘Lac’ কোনটা লেখা হবে সেই নিয়েই প্রশ্ন।

এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্দেশিকা আছে। যেখানে বলা হয়েছে লক্ষ টাকা লেখার সময় ইংরেজিতে ‘Lakh’ কথাটি লিখতে হবে। ব্যাংকিং পরিভাষায় ‘Lakh’ বানানটি সঠিক। এই বানানটি ব্যবহার করা উচিত।

আরও পড়ুন

তবে ব্যাংকে ব্যবহারের ক্ষেত্রে সাধারণত এই ধরনের বানান ভুলের জন্য চেক বাতিল করা হয় না। তবে অফিসিয়াল ভাবে সঠিক “Lakh” বানানটি লেখাই যুক্তিযুক্ত। সুতরাং এরপর যখন আপনি ব্যাংকের চেক ফিলাপ করবেন বা অন্য যেকোনো সময় লক্ষ শব্দটি ইংরেজিতে লিখবেন তখন অবশ্যই “Lakh” এই বানানটি লিখবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 বাজিতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক অস্ত্রসহ আটক

সশস্ত্র বাহিনী দিবস আজ

ঝালকাঠি-১ আসনের এমপি শাহজাহান ওমরের বাড়িতে ইট নিক্ষেপ

ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই: প্রধান উপদেষ্টা

ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ পোশাক শ্রমিক নিহত, আহত ১৫

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ