যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার
চট্টগ্রামে ফেসবুকে দেওয়া পোস্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় সুমন চৌধুরী নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি নগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
সোমবার (১১ নভেম্বর) রাতে নগরের লাভলেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪-এর পক্ষে মেজর রিজুয়ানুর রহমান জানান, নগরীর হাজারিগলিতে যৌথ বাহিনীর ওপর হামলা ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় সুমন চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে নগরের লাভলেইন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও সুমন ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতয়ালি থানায় দায়ের করা মামলারও আসামি।’
আরও পড়ুনমঙ্গলবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর এক দোকানি তার ফেসবুকে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) নিয়ে একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টকে ঘিরে ৫০০ থেকে ৬০০ জন ইসকন সমর্থক তাকে হত্যার উদ্দেশ্যে জড়ো হয়ে তার দোকানে আক্রমণ করেন। বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষার্থে যৌথবাহিনী ঘটনাস্থলে গেলে কিছু ইসকন সমর্থক যৌথবাহিনীর ওপর হামলা করেন। সে সময় দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ও জুয়েলারি কাজে ব্যবহৃত অ্যাসিড নিক্ষেপ করে। এতে সেনাবাহিনীর ৫ সদস্যসহ পুলিশের ১২ সদস্য আহত হন। এ সময় ৮২ জনকে আটক করে নিয়ে আসে যৌথ বাহিনী। তাদের মধ্যে ৪৯ জনকে গ্রেফতার দেখানো হয়।
মন্তব্য করুন