পাবনার ভাঙ্গুড়ায় ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাই
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেলের গতিরোধ করে ব্যবসায়ীর প্রায় ৭ লাখ টাকা ছিনতাই হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের সারুটিয়া রেললাইন মোড়ে। ব্যবসায়ী মো. মিলন হোসেন ভাঙ্গুড়া পৌরসভার বাসটার্মিনাল এলাকায় ইলেকট্রনিকের দোকান ও বিকাশ ব্যবসায়ী ও পাটুলীপাড়া সরকারপাড়া মহল্লার মো. আমির হোসেনের ছেলে। এ বিষয়ে মিলন হোসেন ভাঙ্গুড়া থানায় একটি জিডি করেন।
জানা যায়, ব্যবসায়ী মিলন হোসেন প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার রাত দশটার দিকে দোকান বন্ধ করে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তার বাড়ির পাশে সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেললাইন মোড় নামক স্থানে পৌঁছালে মুখ বাঁধা দু’জন লোক তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার হাতে থাকা ব্যাগ কেড়ে নেয়।
ব্যাগের মধ্যে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, বিকাশ একাউন্টে ১ লাখ ৬০ হাজার, নগদ একাউন্টে ৪৯ হাজার টাকা, ২টি স্মার্টফোন ও ৮টি বাটন ফোন ছিল। মিলনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দিলে দ্রুত ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম তার টিম নিয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন।
আরও পড়ুনএ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি জিডি করা হয়েছে। ছিনতাইকারীদের ধরার জন্য তদন্ত চলছে।
মন্তব্য করুন