শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার বাঁচতে চান আঞ্জুয়ারা
স্টাফ রিপোর্টার : আঞ্জুয়ারা বেগম বাঁচতে চান। মরণব্যধি ক্যান্সার তার শরীরে বাসা বেঁধেছে। ৪৮ বছর বয়সেই আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাপিত হচ্ছেন তিনি। অন্যের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেন তিনি। বসবাস করেন শহরের জামিলনগরে ছোট একটি ঘর ভাড়া নিয়ে। চিকিৎসা ব্যয় চালানোর সামর্থ নেই তার। এক ছেলে ও স্বামীকে নিয়ে তার অভাবের সংসার। তার ২ মেয়েকে বিয়ে দিয়েছেন।
স্বামী আব্দুল ওহাব একটি কুরিয়ার সার্ভিসে শটিং সেন্টারে কুলির কাজ করে যে টাকা পান তা দিয়ে কোন মতে খেয়ে না খেয়ে তার সংসার চলে। এর মধ্যে আবার তার শরীরে হানা দিয়েছে মরণব্যধি ক্যান্সার। স্বামীর ঘাম ঝড়ানো বেতনের টাকা ও তিনি নিজে গৃহপরিচারিকার কাজ করে যে টাকা রোজগার করেন তা দিয়ে ক্যান্সারের চিকিৎসা করতে করতে তিনি এখন দিশেহারা।
আঞ্জুয়ারা টিএমএসএস ক্যান্সার সেন্টারের কনসালটেন্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মো. তৌছিফুর রহমানের কাছে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসে ৩টি টিউমার হয়েছে। টিউমার থেকে ক্যান্সার ছড়িয়েছে। সেইসাথে তার হার্ট বড় হয়ে জটিলতা দেখা দিয়েছে।
আরও পড়ুনআঞ্জুয়ারা চিকিৎসার ব্যয়ভার মেটাতে সহৃয় ব্যক্তি ও বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা-একাউন্ট নম্বর: ২০৫০০১৫০২০০৫২০৩০৪ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কাহালু এসএমই ব্রাঞ্চ,বগুড়া। বিকাশ নম্বর : ০১৮৬৭-৫৯৩৬৯০।
মন্তব্য করুন