বগুড়ার শেরপুরে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি
শেরপুর (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার শেরপুরে চায়না মিশুক ও ইজিবাইকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল এ সময় ৫ লক্ষাধিক টাকার ৬৫টি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় দোকান মালিক শরিফ আহম্মেদ শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, গতকাল বুধবার উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের শাহ আলীর ছেলে শরিফ আহম্মেদ (৩৬) বুধবার সন্ধ্যা ৭টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। মধ্যরাতে অজ্ঞাতনামা সংঘবদ্ধ চোরের দল শরীফ অটো কর্নারের তালা কেটে বিভিন্ন কোম্পানির ৬৫টি পুরাতন ব্যাটারী (যার মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়। পরের দিন ভোরে জনৈক ইদ্রিস আলী তাকে ফোনে চুরির খবর দিলে তিনি এসে দেখতে পান দোকান ঘরের ৬টি তালা কাটা ও ব্যাটারিগুলো চুরি হয়ে গেছে।
পার্শ্ববর্তি আলহাজ¦ দবিবুর রহমানের বাড়ির সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় ১৪ নভেম্বর রাত ১টার দিকে অজ্ঞাতনামা ৬/৭ জন চোর ভ্যানে করে এসে দোকান ঘরের তালা কেটে রাখার কিছুক্ষন পর একটি জ্যাক মিনি পিকআপ নিয়ে আসে। পরে তারা দোকান থেকে বিভিন্ন কোম্পানির ৬৫টি পুরাতন ব্যাটারি চুরি করে গাড়িতে তুলে নিয়ে যায়।
আরও পড়ুনএ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম দৈনিক করতোয়াকে জানান, ব্যবসা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ পেয়েছি আশাকরি দ্রুত সময়ের মধ্যেই চোরাই মালামাল উদ্ধারসহ আসামিদের আটক করা সম্ভব হবে।
মন্তব্য করুন