পলিথিনে মোড়ানো খণ্ডিত সেই মরদেহের পরিচয় মিলেছে
শিল্পপতি মাসুমের মরদেহ ৭ খণ্ড করেন পরকীয়া প্রেমিকা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে লেকপাড়ে কালো পলিথিনে মোড়ানো খণ্ডিত মরেদেহের পরিচয় পাওয়া গেছে। মরদেহটি ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক পশ্চিম সস্তাপুর এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের। শিল্পপতি মাসুম পরকীয়া প্রেমিকা রুমার হাতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
পরকীয়া প্রেমিকা রুমা আক্তার তার শেওড়াপাড়াস্থ ভাড়া বাসায় শিল্পপতি মাসুমকে দুধের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করার পরে হত্যা করে নির্মমভাবে ৭ টুকরো করে। এরপরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে লেকের পাড় ও আশেপাশের এলাকায় পলিথিন ব্যাগে মুড়িয়ে ৭ খণ্ড লাশ ফেলে দেয়।
নিহত শিল্পপতি মো. জসিম উদ্দিন মাসুমের লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার ব্যবধানে পুলিশ চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছেন বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার।
আরও পড়ুন
শিল্পপতি মাসুম হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, হেসকো ব্লেড, নিহতের পরনের পোশাক উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া সন্দেহজনকভাবে আরও ২ জনকে আটক করা হলেও তাদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। গ্রেপ্তারকৃত রুমা ময়মনসিংহেট গৌরিপুর থানার তারাকান্দা এলাকার নজর আলীর মেয়ে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর বিকেলে বাসা থেকে গাড়িতে করে বের হয়ে গুলশান যান জসিম উদ্দিন। এরপর ব্যক্তিগত গাড়িচালককে ছেড়ে দেন। চালককে জানিয়েছিলেন অন্য গাড়িতে নারায়ণগঞ্জের কারখানায় যাবেন। তবে রাতে বাসায় না ফেরায় ও মোবাইল বন্ধ থাকায় ১২ নভেম্বর গুলশান থানায় জিডি করেন তার বড় ছেলে। এ ছাড়া রূপগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।
মন্তব্য করুন