ভিডিও শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

দামেস্কে আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, নিহত ১৫

সংগৃহিত,দামেস্কে আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। আবাসিক ভবনে চালানো এই হামলায় ১৫ জন নিহত হয়েছেন। ইসরায়েল অবশ্য দাবি করেছে, তারা সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালিয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দামেস্কে আবাসিক ভবনগুলোতে ইসরায়েলি হামলায় ১৫ জন নিহত হয়েছেন বলে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তবে ইসরায়েল দাবি করেছে, হামলা হওয়া ভবনগুলো সামরিক স্থাপনা এবং ইসলামিক জিহাদ গ্রুপের সদর দপ্তরকে লক্ষ্য করে এই হামলা হয়েছে।

সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে নিউজ এজেন্সি সানা জানিয়েছে, সিরিয়ার রাজধানীর পশ্চিমে মাজ্জেহ এবং কুদসায়ার শহরতলীতে বেশ কয়েকটি ভবনকে লক্ষ্যবস্তু করা হয়।

ইসরায়েল বছরের পর বছর ধরে সিরিয়ায় ইরান-সম্পর্কিত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়ে আসছে। কিন্তু গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলার পর থেকে এই ধরনের অভিযান আরও বেড়েছে।

আরও পড়ুন


রয়টার্স বলছে, লেবাননের হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠী এবং সিরিয়ায় অবস্থিত ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডাররা মাজ্জেহে বসবাস করছেন বলে সম্প্রতি জানা গিয়েছিল। এছাড়া মাজ্জেহের বহুতল ব্লকগুলো অতীতে হামাস এবং ইসলামিক জিহাদসহ ফিলিস্তিনি দলগুলোর নেতাদের বসবাসের জন্য সিরীয় কর্তৃপক্ষ ব্যবহার করেছে।


এছাড়া বৃহস্পতিবার দামেস্কের গ্রামাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও সিরিয়ার রাষ্ট্রীয় টিভি জানিয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃতি সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়নি।

আলাদাভাবে, সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়াও জানিয়েছে, ইসরায়েলি হামলায় উত্তর লেবাননের সীমান্তের কাছে সিরিয়ার হোমসের দক্ষিণ-পশ্চিমে কুসায়ের এলাকায় একটি সেতু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূ-গর্ভস্থ পানির স্তর নামছে

নওগাঁর রাণীনগরে মারধর করে স্বর্ণালঙ্কার ছিনতাই

বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ডেঙ্গু পরিস্থিতি

বিয়ে নিয়ে কী ভাবছেন তানজিন তিশা ? | Tanjin Tisha | Film Actor | Daily Karatoa

পুনরায় চালু হল সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন