ভিডিও বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

জীর্ণতা ভেঙে সুখের বারতা নিয়ে বাংলার ঘরে আসছে অগ্রহায়ণ

জীর্ণতা ভেঙে সুখের বারতা নিয়ে বাংলার ঘরে আসছে অগ্রহায়ণ, ছবি : দৈনিক করতোয়া

হাফিজা বিনা : আধুনিক যুগের এই অস্থির সময়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী উৎসব নবান্ন। নবান্ন উৎসব এখন পালিত হয় শুধুমাত্র সাংস্কৃতিক পরিমন্ডলে। কয়েক বছর থেকে ক্রমবর্ধমান খাদ্যশস্যের দাম বাড়তে থাকায়য় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। আসছে ’৩২ সাল আরও কঠিন হবে এই আশংকা করছেন কৃষকেরা।

তবুও আমাদের দেশের কৃষাণ-কৃষাণীর কাছে সুখের বার্তা বয়ে এনেছে অগ্রহায়ণ মাস। সময়ের প্রয়োজনে কৃষাণ-কৃষাণীর দোড়গোড়ায় এসেছে নবান্ন। শনিবার পহেলা অগ্রহায়ণ। ইতোমধ্যে বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে পাকা ধান কাটার উৎসব। এ মাসে দেশের দিগন্তজোড়া মাঠের কাঁচা-পাকা ধানের সাথে কৃষাণ-কৃষাণীর হৃদয়ের বন্ধন দৃঢ় হয়।

মাঠের পর মাঠের পাকা সোনালী ধানের চেহারা দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে  কৃষক পরিবার। ধানের ভারি সোনালী শীষ দেখে আগামীর স্বপ্ন বুনে কৃষাণী ও তার পরিবার নিয়ে। পাকা ধান কাটার পর দেশের প্রতিটি কৃষকের আঙ্গিনা নতুন ধানে ভরে ওঠে। সেই সাথে পাকা ধানের গন্ধে মৌ মৌ করে ওঠে চারিদিক। ক’দিন আগেও অলস সময় কাটানো কৃষক পরিবারে ধান কাটা শুরু হলে দম ফেলার সময় থাকে না।

একদিকে ধানের কাজ, অন্যদিকে নতুন ধানের নতুন চাল, নতুন খাবার তৈরি করতে হয় নিজের ও আত্মীয়দের জন্য। সর্বোপরি যারা কষ্ট করে ধান ফলায়, সেই কৃষকের জন্য হলেও নবান্ন উৎসবে মেতে উঠতে হয়।

আরও পড়ুন

প্রতি বছরের মত এবারও আমাদের মাঝে নবান্ন উৎসব এসেছে একটু ভিন্নতা নিয়ে। এখনও শীত তেমনভাবে জমে ওঠেনি। তাই নবান্ন উৎসব নিয়ে গ্রামের কৃষাণ-কৃষাণীর মাঝে তেমন উচ্ছ্বাস দেখা মিলছে না। যত প্রতিকূল অবস্থা হোক না কেন প্রতি বছরের মত এবারও নবান্ন উৎসবে মেতে উঠেছে কৃষাণ-কৃষাণীর সাথে এদেশের প্রতিটি সাংস্কৃতিমনা মানুষ।

নতুন ধানের আটা করে বাংলার ঘরে ঘরে পিঠা-পুলি বানানো এবং খাওয়ার ধুম পড়েছে ক’দিন থেকেই।  কুয়াশায় আচ্ছন্ন শীতের মিষ্টি রোদের সকালে  শহরের প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে এরই মধ্যে  কুসলি, ভাাঁপা,  চিতই পিঠা  নিয়ে বসেছে মৌসুমি বিক্রেতারা। এরই মধ্যে  সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে ব্যস্ত সময় পার করছেন সংগঠন কর্মীরা।

এদিকে শনিবার ১ অগ্রহায়ণ -১৪৩১ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় বগুড়া পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে আমরা ক'জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর আয়োজনে নবান্নউৎসব "নতুন ধানে ভাত রেধেছি" অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 বাজিতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক অস্ত্রসহ আটক

সশস্ত্র বাহিনী দিবস আজ

ঝালকাঠি-১ আসনের এমপি শাহজাহান ওমরের বাড়িতে ইট নিক্ষেপ

ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই: প্রধান উপদেষ্টা

ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ পোশাক শ্রমিক নিহত, আহত ১৫

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ