ভিডিও শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

তাপমাত্রা ও কুয়াশার বিষয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

তাপমাত্রা ও কুয়াশার বিষয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

সারা দেশে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববারের (১৭ নভেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আরও পড়ুন

এ ছাড়াও আগামী সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে পারে।

এদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। প্রসঙ্গত, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুক্রবার দেশের সর্বনিম্ন ১৬.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সারা দেশে আজ রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূ-গর্ভস্থ পানির স্তর নামছে

নওগাঁর রাণীনগরে মারধর করে স্বর্ণালঙ্কার ছিনতাই

বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ডেঙ্গু পরিস্থিতি

বিয়ে নিয়ে কী ভাবছেন তানজিন তিশা ? | Tanjin Tisha | Film Actor | Daily Karatoa

পুনরায় চালু হল সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন