ভিডিও শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

নওগাঁর ধামইরহাটে জমিজমা নিয়ে বিরোধ সংঘর্ষে নারীসহ আহত ৩

নওগাঁর ধামইরহাটে জমিজমা নিয়ে বিরোধ সংঘর্ষে নারীসহ আহত ৩, প্রতীকী ছবি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত হয়েছে দুইজন। আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার ধামইরহাট ইউনিয়নের রুপনারায়ণপুর (নিকেশ্বর) গ্রামে সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নিকেশ্বর গ্রামের সজল হোসেনকে (৩৫) নিজ বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে মাথায় আঘাত করে গ্রামের মিরাজ হোসেন গং। তাকে বাঁচাতে তার ভাইয়ের স্ত্রী লায়লা আরজুমান এগিয়ে আসলে তাকেও মারপিট করা হয়। এছাড়াও অপরপক্ষের মো. মামুন (৪০) আহত হয়ে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ব্যাপারে অভিযোগকারী সজল হোসেনের বাবা খাদেমুল ইসলাম বলেন, তার দুই ছেলে সোহাগ হোসেন ও সজল হোসেন রুপনারায়ণপুর মৌজায় ৪৯ শতাংশ জমি ক্রর করে ভোগ দখলে থাকাবস্থায় কয়েকদিন আগে উন্নত জাতের আলুর বীজ রোপণ করে। ঘটনার দিন সকালে জমিটি ক্রয় সূত্রে প্রাপ্ত দাবি করে একই গ্রামের মিরাজ হোসেন ও সিরাজ হোসেন ১২-১৩ জন লোক নিয়ে জমিতে গিয়ে আলুর বীজগুলো উপুড়ে দেয়।

পরবর্তীতে তারা তার ছেলে সজলের বাড়ির সামনে এসে গালিগালাজ করতে থাকে। এসময় নিষেধ করায় মিরাজ হোসেন গংরা সজলের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাকে বাঁচাতে অপর ছেলে সোহাগ হোসেনের স্ত্রী লায়লা আরজুমান(৩৫) এগিয়ে আসলে তাকেও মারপিট করে। সজলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়।

আরও পড়ুন

জমিটি নিজের দাবি করে মিরাজ হোসেন বলেন, আদিবাসীদের কাছ থেকে ৪৫ জমি পারমিশন করে কিনেছেন তিনি। দখলকে কেন্দ্র করে মারপিটে তার ছেলে মামুন আহত হয়ে জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এব্যাপারে সজলের বাবা মো. খাদেমুল ইসলাম বাদি হয়ে ১৩ জনকে আসামি করে ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. রাইসুল ইসলাম বলেন, থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূ-গর্ভস্থ পানির স্তর নামছে

নওগাঁর রাণীনগরে মারধর করে স্বর্ণালঙ্কার ছিনতাই

বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

ডেঙ্গু পরিস্থিতি

বিয়ে নিয়ে কী ভাবছেন তানজিন তিশা ? | Tanjin Tisha | Film Actor | Daily Karatoa

পুনরায় চালু হল সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন