ভিডিও শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

মালদ্বীপের বিপক্ষে আজ আবার মাঠে নামছে বাংলাদেশ

মালদ্বীপের বিপক্ষে আজ আবার মাঠে নামছে বাংলাদেশ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচের হোম সিরিজে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে স্বাগতিক বাংলাদেশ। সমতা আনতে হলে আজ জয় ছাড়া বিকল্প নেই তাদের। অন্য দিকে সফরকারী মালদ্বীপের ড্র হলেও চলবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ প্রথম ম্যাচে ভালো ফুটবল খেলেও গোল পায়নি। উল্টো মালদ্বীপ এক গোল দিয়ে নিজেদের রক্ষণ ঠিক রেখে ম্যাচে জয় আদায় করেছে। তাই আজকের ম্যাচে বাংলাদেশের লক্ষ্য গোল আদায়, ‘আমরা প্রথম ম্যাচ ভালো খেলেছি। তবে জিততে পারিনি বলে ভালো খেলা কেউ মূল্যায়ন করবে না। এটাই স্বাভাবিক। আমরা চাইবো শনিবারের ম্যাচটি জিততে। এই যোগ্যতা আমাদের আছে।’ মালদ্বীপের কোচ আলী সুজেইন প্রথম ম্যাচ জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে। আজকের ম্যাচ জিতে মালদ্বীপে ফিরতে চান। এজন্য তিনি কৌশলে ভিন্নতা আনতে পারেন, ‘বাংলাদেশ চাইবে কালকের ম্যাচ জিততে। আমরা তা হতে দিতে চাই না। এজন্য কৌশলও বদল করে খেলতে পারি। আমরাও চাই টানা দুটি জয় নিয়ে দেশে ফিরে যেতে।’

আরও পড়ুন

বাংলাদেশের সিনিয়র ফুটবলার সোহেল রানা। তিনি আগের ম্যাচের ভুল শুধরে জয় পেতে চান, ‘প্রথম ম্যাচে গোলের অনেক সুযোগ আমাদের এসেছিল। আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। ওই ম্যাচ ভুলে আমরা এখন দ্বিতীয় ম্যাচেই ফোকাস করছি। প্রথম ম্যাচ যেভাবে খেলেছি তাতে আমি মনে করি, দ্বিতীয় ম্যাচে ভালোভাবেই ঘুরে দাঁড়াতে পারবো। আমাদের প্রত্যেক খেলোয়াড়ের এই আত্মবিশ্বাস আছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের দুটি কিডনিই খেয়ে ফেলা হয়েছে: ড. দেবপ্রিয়

মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই আজম

হবিগঞ্জে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর বসছে ২০২৫ সালের জানুয়ারিতে

ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা

সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেলসহ আহত ৯