ভিডিও শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ইমরুলের বিদায়ী ম্যাচে সম্মান জানালেন তামিম-আশরাফুল-নান্নু

ইমরুলের বিদায়ী ম্যাচে সম্মান জানালেন তামিম-আশরাফুল-নান্নু, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ফেসবুকে এক ভিডিও বার্তায় টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ইমরুল কায়েস। খুলনা বিভাগের জার্সিতে সেই বিদায়ী ম্যাচ ছিল আজ শনিবার। 

মিরপুর শের-ই বাংলায় ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে ইমরুল ফিরেন ১৬ রানে। পরে দুপুরে মধ্যাহ্নভোজের বিরতির সময় ইমরুলকে বিদায়ী সম্মাননা দেওয়া হয়। যেখানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও তামিম ইকবাল ও সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দলের পক্ষ থেকে ইমরুলকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান-মোহাম্মদ মিঠুনরা। পরে দলীয় ফটোসেশনেও দেখা যায় তাদের।এর আগে গত বুধবার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ইমরুল বলেন, ‘১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার লাইফের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত।’

আরও পড়ুন

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলেন ইমরুল। আর ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন গত ২০১৯ সালে ভারতের বিপক্ষে। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে ৩৯টি টেস্ট খেলেছেন ইমরুল। যেখানে তার রান ১৭৯৭। সেঞ্চুরি ৩টি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর বসছে ২০২৫ সালের জানুয়ারিতে

ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরই বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা

সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক রুবেলসহ আহত ৯

নেত্রকোনায় চোরাচালানের মালামালসহ বাসের সুপারভাইজার আটক

লক্ষ্মীপুরে ব্যবসায়ী হিরালাল দেবনাথকে হত্যায় গ্রেপ্তার ৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারও ভর্তি পরীক্ষা চালু হবে : উপাচার্য আমানুল্লাহ