ইসরায়েলকে স্বীকৃতি নয়, ফিলিস্তিনকে সমর্থন দেবে মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে স্বীকৃতি নয় বরং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দিবে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ কথা জানিয়েছেন। খবর : আল জাজিরা
শুক্রবার (১৫ নভেম্বর) লাতিন আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমাতে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকনোমিক কোঅপারেশনের (অ্যাপেক) সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি ইসরায়েলের বিষয়ে কূটনৈতিক সম্পর্ক পরিবর্তনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। আনোয়ার ইব্রাহিম বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবারের অ্যাপেক সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে।
তিনি আরও বলেন, একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে, আমরা কীভাবে অর্থনীতি ও মুক্তবাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি? এটা ন্যায়বিচারের বিষয়। যেখানে প্রয়োজন সেখানেই ফিলিস্তিনিদের জন্য সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া।
আরও পড়ুন
মন্তব্য করুন