ভিডিও শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

শরীয়তপুরে মুরগি নিয়ে দুই পরিবারে ঝগড়ায় নিহত ১,আহত ২

শরীয়তপুরে মুরগি নিয়ে দুই পরিবারে ঝগড়ায় নিহত ১,আহত ২

নিউজ ডেস্ক:  শরীয়তপুরের জাজিরা পৌরসভার পশ্চিম আড়াচণ্ডি গ্রামে মুরগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নজরুল মাদবর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন লতিফ মাদবর (৭৫) ও সুমন মাদবর (৩৫) নামে আরও দুইজন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, এদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুলের মৃত্যু হয়।

নিহত নজরুল মাদবর জাজিরা পৌরসভার পশ্চিম আড়াচণ্ডি গ্রামের লতিফ মাদবরের ছেলে।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নজরুল মাদবরের বাড়ির মুরগির বাচ্চা প্রতিবেশী বোরহান মাদবরের বাড়িতে ঢুকে পড়ে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ সময় বোরহান মাদবরের সঙ্গে স্থানীয় আবু সালাম মাদবর, জলিল মাদবর, রাজন মাদবর ও মনু মাদবর ধারালো অস্ত্র নিয়ে নজরুল মাদবরের ওপর হামলা চালান। হামলার পরে স্থানীয়দের সহযোগিতায় নজরুল মাদবর, লতিফ মাদবর ও সুমন মাদবর আহত হয়ে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। নজরুল মাদবরের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নজরুলের স্ত্রী কল্পনা আক্তার বলেন, আমাদের বাড়ির বাচ্চা মুরগি বোরহান মাদবরের বাড়িতে গেলে তিনি আমার স্বামীকে ডেকে নিয়ে সঙ্গে আরও কয়েকজন মিলে গালিগালাজ শুরু করেন। তার প্রতিবাদ করার কারণে আমার স্বামীর ওপর তারা ধারালো অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়েন। তখন আমি আমার স্বামীকে বাঁচাতে গেলে ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর আমার দেবর ও শ্বশুর আমার স্বামীকে বাঁচাতে গেলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। আমার স্বামীকে খুন করেছে বোরহান মাদবররা। আমি খুনিদের ফাঁসি চাই।

বিষয়টি নিয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, মুরগি প্রতিবেশীর বাড়িতে ঢুকে পড়া নিয়ে বিবাদের জেরে মারামারির ঘটনা ঘটেছে। এতে নজরুল মাদবর, সুমন মাদবর ও তাদের বাবা লতিফ মাদবর আহত হন। পরে তাদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর নজরুল ও তার ভাই সুমন মাদবরের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুলের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা যথাযথ আইনি ব্যবস্থা নেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

বিয়ে করেছেন মডেল-উপস্থাপক পিয়া জান্নাতুল সারা

সিরাজগঞ্জে একটি ব্রিজের অভাবে দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

প্রিয়তির নগ্ন ছবি তুলে আলোচিত অমিতাভ রেজা চৌধুরী

দর্শনা বন্দরে পৌঁছালো ৩০টি ভারতীয় রেল ওয়াগন

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমেছে ২ শতাংশেরও বেশি