ভিডিও শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

ঢাকা-নারায়ণগঞ্জ বাস ভাড়া কমলো ৫ টাকা

ঢাকা-নারায়ণগঞ্জ বাস ভাড়া কমলো ৫ টাকা

ঢাকা-নারায়ণগঞ্জ বাস ভাড়া পাঁচ টাকা কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থীদের থেকে অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতদিন ঢাকা থেকে নারায়ণগঞ্জ ৫৫ টাকা ভাড়া নেওয়া হতো।

এ ঘোষণার পর রোববারের হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

আজ শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের দাবি ছিল এ রুটের ভাড়া ৪৫ টাকা করার। ২০২২ সালে বিআরটিএ সরকারি ঘোষণা অনুযায়ী এ রুটের ভাড়া নির্ধারণ করেছিল ৫৪ টাকা। এতদিন নেওয়া হতো ৫৫ টাকা। চলতি বছরের এপ্রিলে আবারো বাস ভাড়া পুনঃনির্ধারণ করা হয়। তখন বাস ভাড়া দাঁড়ায় ৫৩ টাকা। তবে সম্প্রতি ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা ৭৫ পয়সা কমানো হয়। তখন এ রুটের ভাড়া কমানোর জোর দাবি ওঠে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ফ্লাইওভার দিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসা-যাওয়ার গড় দূরত্ব দাঁড়ায় ১৯ দশমিক ৫ কিলোমিটার। সে অনুযায়ী ভাড়া দাঁড়ায় ৪৫ টাকা। আর যাত্রী প্রতি ফ্লাইওভারের টোল নেওয়া হয় পাঁচ টাকা। সব মিলিয়ে ভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হলো।

এ বিষয়ে জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন সরদার বলেন, শুধু ডিজেল দিয়েই বাস চলাচল করে না। এজন্য যন্ত্রাংশ, মবিল, টায়ারসহ অন্যান্য আরও অনেক বিষয় জড়িত। সবকিছুর দাম বেড়েছে। শুধু ডিজেলের দাম কমার অজুহাত দিয়ে ভাড়া কমানোর দাবি অযৌক্তিক।

তিনি বলেন, ফ্লাইওভার দিয়ে একটি সিটি সার্ভিসের টোল ২৬০ টাকা। আবার দূরপাল্লার একটি বাসের টোলও ২৬০ টাকা। এখানেই বৈষম্য। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী একটি বাসের আয় আর দূর পাল্লার বাসের আয় এক নয়। তাই তিনি ফ্লাইওভারে সিটি সার্ভিসের বাসের টোল পুনঃনির্ধারণের দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

সতের বছর পর স্বৈরাচার হাসিনার হাত থেকে মানুষ মুক্তি পেয়েছে : সাবেক এমপি মোশারফ

বগুড়ার ধুনটে ভারী বর্ষণে গ্রামীন পাকা সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, দুর্ঘটনার শঙ্কা

বগুড়ায় আদালতের রায় অমান্য করে জমি খারিজ করা হয়েছে, সাংবাদিক সম্মেলনে অভিযোগ

বগুড়ার দুপচাঁচিয়ায় ফেন্সিডিল বিক্রেতা দুই নারীসহ গ্রেপ্তার ৫

‘নতুন ধানে ভাত রেঁধেছি’ অনুষ্ঠানের মধ্যদিয়ে বগুড়ায় নবান্ন উৎসব পালন