বগুড়ায় যুব উন্নয়ন অধিদপ্তর ও এনসিসি ব্যাংকের প্রশিক্ষণ পেয়ে উজ্জীবিত ১শ’ নারী উদ্যোক্তা
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ায় যুব উন্নয়ন অধিদপ্তর ও এনসিসি ব্যাংক পিএলসি কর্তৃক আর্থিক শিক্ষা ও কারিগরি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ পেয়ে উজ্জীবিত হয়ে উঠেছেন বগুড়ার একশ’ নারী উদ্যোক্তা।
পোষাক তৈরি ও গবাদিপশু পালন বিষয়ে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণে নিজের প্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠানের আয়-ব্যয় এবং কাঁচামাল কেনা ও উৎপাদিত পণ্য বিক্রির হিসাব সংরক্ষণ,নারী উদ্যোক্তা হিসেবে অপেক্ষকৃত কম সুদে ব্যাংক ঋণ পাওয়ার সুযোগ ইত্যাদি বিষয় সম্পর্কে অবগত হওয়ার কারণেই নারী উদ্যোক্তারা মূলত: উচ্ছ্বসিত ও উজ্জীবিত হয়ে উঠেছেন।
আজ শনিবার (১৬ নভেম্বর) বিকালে বগুড়ার শাজাহানপুরের বনানীস্থ গাক টাওয়ারের ৫ম তলায় গাক মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মো. সাইফুজ্জামান। তিনি বলেন, কৃষি প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন বগুড়ার এক উদ্যোক্তা।
যারা সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়তে স্বপ্ন দেখেন, অন্যের মাঝে স্বপ্ন ছড়াতে জানেন এমন গুণী ও দক্ষ মানুষ বগুড়ায় রয়েছেন। তাই বগুড়ার মানুষের সৃজনশীলতা অন্য এলাকার মানুষের জন্য অনুসরণীয় হতে পারে। তিনি আরও বলেন, দেশের কর্মহীন শিক্ষিত যুবদেরকে আত্ম-কর্মি হিসেবে গড়ে তুলতে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তর।
প্রতিবছর প্রায় ৪ লাখ যুবক ও যুব নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনেকেই ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ নিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। যা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সভাপতির বক্তব্যে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, লাভজনক কাজে বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত আর সৃজনশীলতার মধ্য দিয়ে আজকের ক্ষুদ্র উদ্যোক্তাগণ বড় উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হবেন।
আপনাদের প্রতিটি কাজে পলিথিনের ব্যবহার পরিহার করে কার্বন নিঃসরণ থেকে পরিবেশকে মুক্ত রাখবেন এবং জৈব সার ও জৈব কীটনাশকের ব্যবহারে বিষমুক্ত খাদ্য উৎপাদন করবেন। এছাড়া আউট সোর্সিং কাজে যুক্ত হয়ে আত্ম-কর্মসংস্থান সৃষ্টির জন্যও তিনি যুবদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুনযুব সংগঠক এম.এম মেহেরুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসা, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. ইকবাল মহসিন, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এ.কে.এম মফিজুল ইসলাম।
গেষ্ট অব অনার ছিলেন এনসিসি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম শামসুল আরেফিন। আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক মো. তোসাদ্দেক হোসেন, এনসিসি ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিঘাত মমতাজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা ও সমাপনী পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকারি আফসানা নীরা, রেশমা প্রমুখ। অনুষ্ঠানের এক পর্যায়ে সম্প্রীতি কৃষি ফার্ম, এস.আর এগ্রো ফার্ম, সুলতানা আক্তার, কামরুন্নাহার ও ঝিনুক আক্তার নামের ৫ নারী উদ্যোক্তার মাঝে সোয়া চার লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।
এ ছাড়া প্রশিক্ষণের সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পোষক তৈরি বিষয়ে ১০ জন মেধাবী উদ্যোক্তাকে সেলাই মেশিন এবং গবাদিপশু পালন বিষয়ে ১০ জন উদ্যোক্তাকে ভেটিরিনারি উপকরণ পুরস্কার হিসেবে দেওয়া হয়।
মন্তব্য করুন