ভিডিও শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

গাজীপুরে জাল টাকা বিক্রি চক্রের ১নারী সদস্য আটক

গাজীপুরে জাল টাকা বিক্রি চক্রের ১নারী সদস্য আটক

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) অভিযানে জাল টাকা বিক্রয় চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (১৬ নভেম্বর) এসব তথ্য জানান, জিমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: আকবর হোসেন। 

গ্রেফতারকৃত মোছাঃ সালমা বেগম (৪৩) বাগেরহাট জেলার সদর থানার আতাইকাটি গ্রামের মৃত শেখ আবু তালেবের মেয়ে এবং মাহাবুব আলমের স্ত্রী। বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের বাড়িয়ালী উত্তরপাড়া এলাকার মো: আল আমিন হোসেনের বাসার ভাড়াটিয়া।

আরও পড়ুন

জিএমপির উপ-পুলিশ কমিশনার জানান, শুক্রবার (১৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিটি করপোরেশনের বাসন থানাধীন বাড়িয়ালী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪ লক্ষ ৯৪ হাজার টাকা মূল্যমানের কথিত জাল নোট উদ্ধার করা হয়। 

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃত নারীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী তার সহযোগী অপরাপর পলাতক আসামীর সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ বাগেরহাট জেলা থেকে জাল টাকার নোট সংগ্রহ করে জিএমপির বাসন থানা এলাকাসহ আশপাশের এলাকায় জাল নোটের কারবার করে থাকে। এর আগেও তার বিরুদ্ধে জাল টাকা বিক্রয় করার অভিযোগে ডিএমপির রমনা থানায় মামলা রয়েছে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে জিএমপি বাসান থানায় মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

সতের বছর পর স্বৈরাচার হাসিনার হাত থেকে মানুষ মুক্তি পেয়েছে : সাবেক এমপি মোশারফ

বগুড়ার ধুনটে ভারী বর্ষণে গ্রামীন পাকা সড়কের বিভিন্ন স্থানে ভাঙন, দুর্ঘটনার শঙ্কা

বগুড়ায় আদালতের রায় অমান্য করে জমি খারিজ করা হয়েছে, সাংবাদিক সম্মেলনে অভিযোগ

বগুড়ার দুপচাঁচিয়ায় ফেন্সিডিল বিক্রেতা দুই নারীসহ গ্রেপ্তার ৫

‘নতুন ধানে ভাত রেঁধেছি’ অনুষ্ঠানের মধ্যদিয়ে বগুড়ায় নবান্ন উৎসব পালন