সতের বছর পর স্বৈরাচার হাসিনার হাত থেকে মানুষ মুক্তি পেয়েছে : সাবেক এমপি মোশারফ
কাহালু (বগুড়া) প্রতিনিধি : জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন বলেছেন, দীর্ঘ সতের বছর পর দেশে স্বৈরশাসনের অবসান ঘটেছে। স্বৈরাচার শেখ হাসিনার একদলীয় শাসনে দেশের সকল শ্রেণির মানুষ চরম নির্যাতনের শিকার হয়েছে।
শুধু তাই নয় ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের মানুষের কন্ঠরোধ করাসহ তাদের ভোটাধিকার হনন করে। তবে ক্ষমতা কারও চিরস্থায়ী হয় না। আর হাসিনার মনে আশা ছিল তারা ২০৪০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। যার কারেণ সে ও তার দোসররা দেশের অর্থ বিদেশে পাচার করে দেশের অর্থনৈতিক মেরুদন্ড একেবারে ভেঙে দিয়েছে।
হাসিনার জঘন্য অন্যায়ের কারণে জনতার রোষে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। আর কোনদিন বাংলার মানুষ কখনই হাসিানাকে গ্রহণ করবে না। তাই আগামীতে নির্বাচনের মাধ্যমে বএনপিকে ক্ষমতায় আনা হলে দেশের গণতন্ত্র অটুট থাকবে। গতকাল শুক্রবার রাতে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া এম ইউ আলিম মাদ্রাসা মাঠে মালঞ্চা ইউনিয়ন বিএনপি আয়োজিত ২নং ওয়ার্ড মাগুরা গ্রাম কমিটি গঠন উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেয়র মো. আব্দুল মান্নান, পৌর বিএনপি’র সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ।
আরও পড়ুনঅন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, আব্দুল মোমিন, আব্দুল করিম, হাফিজার রহমান বাবু, মোহাম্মাদ আলী ভূইয়া, প্রভাষক শাহাবুদ্দীন, মকবুল হোসেন, আব্দুল আলিম, ফরিদ উদ্দিন ফকির, মমতা আরজু কবিতা, রশিদা আকতার বাবলী, খোকন খান, আকতারে আজম, আবুল কালাম, হারুন অর রশিদ প্রমুখ।
অপরদিকে একই দিন বিকেলে উপজেলার মুরইল ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ডোমরগ্রামে গ্রাম কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি মোশারফ হোসেন। রবিউল ইসলাম কমলের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন মুরইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান মন্জু প্রমুখ। শাজাহান আলীকে সভাপতি ও নাহিদ খানকে সাধারণ সম্পাদক করে ডোমরগ্রাম গ্রাম কমিটি গঠন করা হয়।
মন্তব্য করুন