বান্দরবানে সন্দেহভাজন ১০ জঙ্গির জামিন
বান্দরবানে দেশদ্রোহী ও নাশকতা মামলায় জঙ্গী সন্দেহে গ্রেফতারকৃত ১০ আসামীর জামিন মঞ্জুর করেছে আদালত।
আজ সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এজামিন মঞ্জুর করেন।
জামিন প্রাপ্তরা হলেন,বরিশাল কোতোয়ালী এলাকার আব্দুস সালাম(২৮) পটুয়াখালী মহিপুর এলাকার মো. ওবায়দুল্লাহ (৩০) কুমিল্লার লাকসাম এলাকার যোবাইয়ের আহম্মেদ (২৯) পটুয়াখালীর মির্জাগঞ্জ এলাকার জুয়েল মাহামুদ(২৭) পটুয়াখালী দশমিনা এলাকার শামীম হোসেন (২৬) মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী এলাকার রিয়াজ শেখ(২৪) বরগুনা বেতাগী এলাকার মো. সোহেল মোল্লা (২২) মাগুরা বালিদিয়া এলাকার মোঃ আবু হোরায়রা (২২) কুমিল্লা সদর এলাকার মো. দিদার হোসেন (২৫) চট্টগ্রাম মোহাম্মদপুর এলাকার মো. ইমরান হোসেন (৩৫)।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৩২ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।আজ আদালতে তাদের মধ্য থেকে জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে কথিত ১০ জঙ্গি সদস্যকে জামিন মঞ্জুর করেন আদালত।
আরও পড়ুনবান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি জয়নাল আবেদিন ভূঁইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের আদালতে জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে জনপ্রতি ৫ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে আদালত।
প্রসঙ্গত, এর আগে গত ২৪ নভেম্বর ৪টি মামলায় একই সংগঠনটির ৩২ সদস্যকে জামিন দেওয়ার পর জামিনের শর্ত ভঙ্গের কারণে জামিন বাতিল করেছিল আদালত।
মন্তব্য করুন