খাগড়াছড়িতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে সুবেল ত্রিপুরা সজল (২৮) নামে সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের জরিচন্দ্র পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সুবেল ত্রিপুরা জরিচন্দ্র পাড়া এলাকার মৃত ছবি কুমার ত্রিপুরার ছেলে। তিনি দ্রুত বিচার আইনে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।
আরও পড়ুনবিষয়টি নিশ্চিত করে রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, সুবেল ত্রিপুরা আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিত গ্রুপ)-এর সদস্য। তার বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
মন্তব্য করুন