ভিডিও বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫

শাকিব খানের কাছ থেকে বড় পর্দায় আসার প্রস্তাব পেলেন মৌসুমী মৌ

শাকিব খানের কাছ থেকে বড় পর্দায় আসার প্রস্তাব পেলেন মৌসুমী মৌ

উপস্থাপক হিসেবে শোবিজাঙ্গনে পরিচিত মুখ মৌসুমী মৌ। উপস্থাপনার পাশাপাশি টুকটাক মডেলিং ও অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ছোট পর্দাতে। তবে বড় পর্দায় এখনো কাজ করার সুযোগ হয়নি এই উপস্থাপিকার। 

বছরখানেক আগেই মৌকে সিনেমায় আসার আহ্বান জানিয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আরও একবার নায়কের কাছ থেকে বড় পর্দায় আসার প্রস্তাব পেলেন তিনি।  

মঙ্গলবার (১৯ নভেম্বর) দেশের একঝাঁক তারকাদের অংশগ্রহণে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষ্যে হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের ‘টাইলক্স হাইজিনিক আবাস’ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। 

যেই অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন মৌসুমী মৌ। অনুষ্ঠান চলাকালে ভরা মজলিসে তাকে নায়িকা হওয়ার প্রস্তাব দেন ঢাকাই সুপারস্টার শাকিব খান।

আরও পড়ুন

শাকিব খান বলেন, ‘মৌ খুব ভালো উপস্থাপনা করে। অনেক সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করে। সে কেন সিনেমা করছে না? তার তো সিনেমা করা উচিত! আমি মৌকে বলবো, তুমি সিনেমাতে এসো। অনেক ভালো করবা।’

অনুষ্ঠান শেষে নায়িকা হওয়ার প্রস্তাবে নিজের অনুভূতি জানিয়ে মৌসুমী মৌ বলেন,‘ শাকিব ভাই ২০১৮ সালেও একবার একটা অনুষ্ঠানে আমাকে সিনেমা করতে বলেছিলেন। তখন আমি অনেকটা নতুন ছিলাম। আমার অতোটা অভিজ্ঞতা ছিল না। চেয়েছিলাম সময় নিয়ে সিনেমা সম্পর্কে জেনে বুঝে তারপর আসবো। এখন আমাদের অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সুযোগ পেলে অবশ্যই শাকিব ভাইয়ের সাথে কাজ করবো।’

প্রায় এক দশকের শোবিজ ক্যারিয়ার মৌসুমী মৌয়ের। বর্তমানে সঞ্চালনার পাশাপাশি ছোট পর্দার নাটকেও ব্যস্ত সময় পার করছেন তিনি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলের কর্মবিরতি প্রত্যাহার: হাসনাত আব্দুল্লাহ

বগুড়া দুপচাঁচিয়ায় ঊষা ব্রেডসহ ২ প্রতিষ্ঠানের জরিমানা

জীবনপ্রদীপ নিভে যেতে বসেছে বগুড়ার সারিয়াকান্দি স্কুলছাত্র রিয়ানের

যৌবন ফিরে পাবে কি নওগাঁর খরস্রোতা তুলসীগঙ্গা

দিনাজপুরের বীরগঞ্জে ভ্যালেন্সিয়া আলুর কৃষি মাঠ পরিদর্শন

তেঁতুলিয়ার সীমান্তবর্তী গ্রামে ফুটেছে বিদেশি বাহারি প্রজাতির টিউলিপ ফুল