গাজীপুরের কালীগঞ্জে অভিযানে দুই মাদক কারবারি আটক
নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঙ্গালহাওলা গ্রাম থেকে ৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে, মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কালীগঞ্জ পৌর এলাকার বাঙ্গালহাওলা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আরাফাত শেখ (৩৫) ও একই গ্রামের মৃত আলী শেখের ছেলে রহিম শেখ (৪৫)।
আরও পড়ুনওসি বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার বাঙ্গালহাওলা গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করেন দুই মাদক কারবারি। পরে ধাওয়া দিয়ে তাদের আটক করে তল্লাশি চালিয়ে আরাফাতের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ৮০০ টাকা এবং রহিমের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।’’
মন্তব্য করুন