জামালপুরে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড
নিউজ ডেস্ক: জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ২ এর সিনিয়র জেলা জজ মো. শহিদুল ইসলাম শিশু ধর্ষণ মামলায় শহিদ মিয়া (৪৩) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বুধবার সকালে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত শহিদ মিয়া মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া এলাকার মৃত দস্তর মণ্ডলের ছেলে।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রেজাউল আমীন শামীম জানান, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫টায় মেলান্দহের দিলালেরপাড়া গ্রামে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করে শহিদ মিয়া। এই ঘটনায় পরের দিন শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ৮ বছর আইনি লড়াইয়ের পর এই রায় ঘোষণা করা হয়। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষগ্রহণ করা হয়।
আরও পড়ুনএ সময় এই রায়ে সন্তুষ্ট হওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
তবে শহিদ মিয়ার বড় মেয়ে শাহানা জানান, এটি একটি মিথ্যা মামলা। এ রায়ে সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপীল করবো।
মন্তব্য করুন