মেসির আরেকটি রেকর্ড, ম্যারাডোনাকে ছুঁলেন লাউতারো
স্পোর্টস ডেস্ক : বুধবার (২০ নভেম্বর) ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচে লাউতারোর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ‘আলবিসেলেস্তে’রা। দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে গোলটি করে আর্জেন্টিনার সর্বকালের সেরা পাঁচ গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন ইন্টার মিলান এই ফরোয়ার্ড।
জাতীয় দলের জার্সিতে লাউতারোর গোল এখন ৩২টি। প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাও জাতীয় দলের জার্সিতে গোল করেছেন সমান ৩২টি। লাউতারোর উপরে থাকা চারজন হলেন-হার্নান ক্রেসপো (৩৪), সার্জিও আগুয়েরো (৪২), গ্যাব্রিয়েল বাতিস্তুতা (৫৪) এবং লিওনেল মেসি (১১২)। এদের মধ্যে মেসিই এখনও খেলে যাচ্ছেন।
লাউতারোর গোলটিতে দারুণভাবে সহায়তা করেছেন মেসি। এই গোলে সহায়তার মাধ্যমে মেসিও নিজের করে নিয়েছেন আরেকটি রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ সংখ্যক গোলে সহায়তা করার তালিকায় যৌথভাবে শীর্ষে জায়গা করে নিয়েছেন মেসি। তার সঙ্গে আছেন আমেরিকার ল্যান্ডন ডোনোভান। আর্জেন্টিনার জার্সিতে মেসির অ্যাসিস্ট এখন ৫৮টি। সব ধরনের ফুটবল মিলিয়ে ৩৭৯টি। তিনি ছাড়িয়ে গেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের তারকা ফুটবলার ও সাবেক ক্লাব বার্সেলোনার সতীর্থ ঘনিষ্ঠ বন্ধু নেইমারকে। আল হিলাল তারকা জাতীয় দলের হয়ে ৫৭ গোলে সহায়তা করেছেন।
আরও পড়ুনপেরুর বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি বছর সব ধরনের খেলা শেষ করলেন মেসি। ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে ২০২৪ সালে আর কোনো খেলা নেই তার। সে হিসেবে সামনের বছরেই ডোনোভানকে ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ থাকছে মেসির সামনে। দেখা যাক, মেসি কোথায় গিয়ে থামেন।
মন্তব্য করুন