অনির্দিষ্টকালের জন্য বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধ
ঢাকা-টাঙ্গাইল-ধনবাড়ী রুটে অনির্দিষ্টকালের জন্য বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (২০ নভেম্বর) টাঙ্গাইল জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
স্থানীয়রা জানান, ঢাকা-টাঙ্গাইল-ধনবাড়ী রুটে চলাচলকারী বিনিময় পরিবহনের বাস প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রাণ হারিয়েছেন অসংখ্য যাত্রী। সর্বশেষ গত ১৯ নভেম্বর টাঙ্গাইলের মধুপুরে বিনিময় বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার জন নিহত হন। এ ঘটনার পরপরই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধনে বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধের দাবি জানান। পরে তারা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
তবে, পূর্ব ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ ঘোষণা করায় ক্ষোভ করায় প্রকাশ করেছেন অনেকে। ধনবাড়ী শহরের আলতাব হোসেন বলেন, ‘‘ঢাকা যাব ব্যবসায়ীক কাজে। সকালে বাসস্ট্যান্ডে এসে দেখি, বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধ। তাই বাধ্য হয়ে লোকাল বাসে ঢাকা যাচ্ছি। ঘোষণা দিয়ে বাস চলাচল বন্ধ করলে মানুষের হয়রানি কম হতো।’’
আরও পড়ুনআন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বেপরোয়া গতির কারণে প্রায়ই বিনিময় পরিবহনের বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতে অনেক মানুষ নিহত হয়েছেন। তাই ঢাকা-টাঙ্গাইল-ধনবাড়ী রুটে এই পরিবহনের বাস চলাচল বন্ধের দাবি জানানো হয়।
টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন বলেন, ‘‘শিক্ষার্থীরা বিনিময় পরিবহনের বাস চলাচল বন্ধের দাবি জানিয়েছে। তাদের দাবির প্রেক্ষিতে সাময়িকভাবে ঢাকা-টাঙ্গাইল-ধনবাড়ী রুটে এই পরিবহনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।’’
মন্তব্য করুন