বগুড়ার কাহালু উপজেলা খাদ্যগুদামের সামনে জমে থাকা নোংরা পানিতে ভোগান্তি এলাকাবাসীর
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু উপজেলা খাদ্যগুদামের প্রধান গেটের সামনে প্রায় ছয় মাস ধরে বাড়িঘর ও দোকানের ব্যবহৃত নোংরা পানি জমে থাকায় কাহালু পৌর এলাকার পালপাড়া গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। মূলত, সদর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের দক্ষিণ পাশে মুনশির দোকান থেকে খাদ্যগুদামের প্রধান গেট পর্যন্ত কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, আগে মুনশির দোকান থেকে খাদ্যগুদামের গেট েপর্যন্ত ড্রেন ছিল। পৌর কর্তৃপক্ষ ওই এলাকায় রাস্তা নির্মাণের সময় কিছু দোকানের সামনের বর্ধিত অংশ অপসারণ করায় ময়লা আর অবর্জনাতে ড্রেনটি মাটির সাথে মিশে গেছে, ফলে সেখানে বর্তমানে ড্রেনের কোন অস্তিত্ব নেই।
এছাড়াও প্রতিদিন খাদ্যগুদামে যাওয়ার রাস্তার দক্ষিণ পাশের পাঁচটি পরিবার, হোটেল ও চায়ের দোকানের ব্যবহৃত নোংরা পানি খাদ্যগুদামের প্রধান গেটের সামনে এসে জমা হলেও এ পানি নিস্কাশনের কোন পথ নেই। নোংরা পানি পালপাড়া গ্রামের একমাত্র প্রবেশ পথের সামনে জমে থাকে। আর ওই স্থানের পানি কখনই নিস্কাশন হয় না। খাদ্যগুদামের সামনে নোংরা পানি জমে থাকায় পালপাড়া মানুষের যাতায়াতের এই প্রধান পথ পরিহার করে বিকল্প পথে তারা যাওয়া-আসা করছেন।
আরও পড়ুনকাহালু পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি ওই এলাকার মানুষকে লিখিত আবেদন করার পরামর্শ দিয়ে বলেন, বিষয়টি তিনি দেখবেন। কাহালু উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্ত মোনোয়ারুল হাসান বলেন, আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসরকে জানিয়েছি।
তিনি আরও বলেন, খাদ্যগুদামের প্রধান গেটের সামনে নোংরা পানি জমে থাকার কারণে আমি এখন গুদামের পিছনের রাস্তা দিয়ে যাতায়াত করি।
মন্তব্য করুন