নীলফামারীর ডোমারে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে স্বামী রেজওয়ান কবির নাসিরের (২৯) বিরুদ্ধে বিউটি আক্তার (২১) নামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রেজওয়ান কবির নাসির উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের মুক্তিরহাট সাতঘড়িয়া পাড়ার বেলাল উদ্দিনের ছেলে।
আজ বুধবার (২০ নভেম্বর) নিহত বিউটি আক্তারের বড়ভাই শরিফুল ইসলাম বাদি হয়ে নাসিরসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অন্যান্য আসামিরা হলো- নাসিরের মা আকলিমা বেগম (৪৮) ও বাবা বেলাল উদ্দিন (৫৫)।
মামলা সূত্রে জানা যায়, চার বছর আগে পারিবারিকভাবে বিউটি আক্তারের সাথে রেজওয়ান কবির নাসিরের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। বিয়ের সময়ের যৌতুকের ১ লাখ টাকার জন্য তাদের কলহ লেগে থাকতো। গত মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে যৌতুকের টাকার জন্য চাপ দেয় নাসির।
আরও পড়ুনবিউটি আক্তার টাকা আনতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে স্বামী নাসির লাঠি দিয়ে বেদম মারধর করে এবং রাত অনুমান সাড়ে ১০টার দিকে শয়ন করে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে বিউটি আক্তারকে হত্যা করে। হত্যার ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করতে ঘরে থাকা কাঠের আনলায় বিউটি আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে এবং আত্মহত্যা করেছে বলে নাসিরসহ তার বাবা মা প্রচার করে।
ডোমার থানা সাব ইন্সপেক্টর মিজানুর রহমান মিজান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে এবং নিহত বিউটি আক্তারের স্বামী নাসিরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
মন্তব্য করুন