ভিডিও বুধবার, ২২ জানুয়ারি ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু উত্তোলন শুরু, প্রতি কেজি ৯০ টাকা

নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু উত্তোলন শুরু, প্রতি কেজি ৯০ টাকা, ছবি : দৈনিক করতোয়া

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে নতুন আলু উত্তোলন শুরু, ফসলের মাঠেই সে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০ টাকা দরে। আর ক’দিন পরই শীতের সবজি হিসেবে নতুন আলু অহরহ বাজারে পাওয়া যাবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।

আলু খ্যাত কিশোরগঞ্জ উপজেলা দেশের প্রথম নতুন আলু উত্তোলনের এলাকা হিসেবে পরিচিত। আলু তোলার আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে এলাকায় অবস্থান করে। তারা ফসলের মাঠ থেকেই আলু কিনে দেশের বিভিন্ন বাজারে পাঠিয়ে দেয়। ফলে এখানকার আলু শীতের শুরুতেই পাইকারদের হাত ধরে দেশের বিভিন্ন বাজারে ক্রেতাদের কাছে পৌঁছে যায়।

গতকাল মঙ্গলবার উপজেলার রণচন্ডী ইউপির কুঠিপাড়া গ্রামের আলু চাষী আসাদুল জানান, তার ২২ শতাংশ জমি থেকে আলু পেয়েছেন ৪শ’ কেজি। মাঠেই কোন ঝামেলা ছাড়া পাইকারের কাছে কেজি প্রতি ৯০ টাকা দরে বিক্রি করেছেন তিনি।

আরও পড়ুন

আজ বুধবার (২০ নভেম্বর) ইউনিয়নের কুঠিয়ালপাড়া গ্রামের কয়েকজন কৃষক আলু উত্তোলন করে একই দামে বিক্রি করেছেন বলে জানা গেছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান জানান, নতুন আলু উত্তোলন শুরু হয়েছে। মাঠ থেকেই চাষিরা আলু বিক্রি করে ভালো লাভবান হচ্ছেন।

উপজেলা কৃষি অফিসার লোকমান আলম জানান, আর কয়েকদিন পর থেকেই বাজারে নতুন আলুর সরবরাহ বাড়বে। উপজেলায় এবার ৬ হাজার ৭শ’ হেক্টর জমিতে আলু রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে আগাম আলুর লক্ষ্যমাত্রা ৪ হাজার ৭শ’ হেক্টর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর অঞ্চলে গরু দিয়ে হালচাষের চিত্র আর নেই 

সারিয়াকান্দিতে নৌবন্দর বাস্তবায়ন করার কাজ চলছে – ডিসি বগুড়া

ট্রাম্পের প্রত্যাবর্তন স্বস্তির হোক

দিনাজপুরের বিরামপুরে ১২টি স্বর্ণের বার উদ্ধার

রংপুরের পীরগঞ্জে মাচায় টমেটো চাষ করে সফলতার স্বপ্ন বুনছেন কৃষক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত