ভিডিও বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বগুড়ার শিবগঞ্জে নকলনবিশদের কর্মবিরতির একমাস জনভোগান্তি

বগুড়ার শিবগঞ্জে নকলনবিশদের কর্মবিরতির একমাস জনভোগান্তি, প্রতীকী ছবি

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : জাতীয়করণের দাবিতে বগুড়ার শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নকলনবিশদের এক মাসযাবৎ কর্মবিরতি চলছে। ফলে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং সকল কার্যক্রম স্থবির হওয়ায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

জানা গেছে, শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের ৫৩ জন নকলনবিশরা গত এক মাসযাবৎ নকল, বালাম বইসহ সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য সাধারণ মানুষ সময়মতো খারিজ, দলিলে কাজ করতে বিড়ম্বণার শিকার হচ্ছেন। এতে করে সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। গতকাল বুধবার উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে দেখা যায়, নকলনবিশরা তাদের কর্মবিরতি পালন করছেন।

এ ব্যাপারে উপজেলা নকলনবিশ সংগঠনের সভাপতি ওবাইদুল ইসলাম বলেন, আমরা গত এক মাসযাবৎ সকল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি একটাই সেটা হলো নকলনবিশদের জাতীয়করণ করতে হবে।

আরও পড়ুন

এ ব্যাপারে উপজেলা স্ট্যাম্প ভেন্ডার ও দলিল লেখক মাহিদুল ইসলাম লাকী বলেন, নকলনবিশদের কর্মবিরতির কারণে সাব-রেজিস্ট্রি অফিসে খারিজ ও দলিলের কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষ তাদের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

এ ব্যাপারে উপজেলা সাব-রেজিস্ট্রার কামরুল হোসেন বলেন, নকলনবিশ গত এক মাসযাবৎ কর্মবিরতি পালন করছেন। তাদের দাবির যৌক্তিকতা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে লড়াই করবো : জেড আই পান্না

পাবনায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

মহাখালীতে রিকশাচালকদের অবরোধে ঢাকার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

 বাজিতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক অস্ত্রসহ আটক

সশস্ত্র বাহিনী দিবস আজ

ঝালকাঠি-১ আসনের এমপি শাহজাহান ওমরের বাড়িতে ইট নিক্ষেপ