বগুড়ার দুপচাঁচিয়ার গুনাহারের রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আমঝুপি জঙ্গলপাড়া রাস্তার পাশে সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের আমঝুপি জঙ্গলপাড়া রাস্তার পাশের বেশ কয়েকটি ইউক্যালিপটাস গাছ গত সোমবার আমঝুপি গ্রামের কেরামত আলী ও তার ভাই রাসেল বিক্রি করে দেন।
তাদের বিক্রির পর গাছগুলো কেটে নেয়া হয়। খবরটি স্থানীয় ইউপি চেয়ারম্যান জানতে পেরে কেরামত আলীকে ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে রাস্তার সীমানা মাপযোকের পর কেটে ফেলা গাছগুলো নিয়ে যেতে বলার পরও তা উপেক্ষা করে গাছগুলো নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে কেরামত আলী বলেন, তার জমিসংলগ্ন গাছগুলো তিনি নিজেই লাগিয়েছিলেন। গাছগুলো বড় হওয়ায় ছায়ায় ফসল নষ্ট হচ্ছে তাই তিনি গাছগুলো বিক্রি করা হয়েছে।
আরও পড়ুনস্থানীয় ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের বলেন, গাছগুলো রাস্তার পাশে হওয়ায় সীমানা নির্ধারণ ছাড়াই গাছগুলো কাটা ঠিক হয়নি।
মন্তব্য করুন