ভিডিও বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ড. ইউনূসের ছয় মামলা বাতিল

ড. ইউনূসের ছয় মামলা বাতিল, ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিরুদ্ধে আগে হওয়া শ্রম আদালতের ৫টি ও মানহানির একটি মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আছাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ২৪ অক্টোবর এ আদেশ দেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাজধানীর কোতোয়ালি থানায় হওয়া ২০১০ সালের একটি মানহানীর মামলা বাতিল করেছেন হাইকোর্ট। আদালত তার আদেশে বলেন, এই মামলা হয়েছিল ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করা এবং এই হয়রানি করতে আদালতকে ব্যবহার করেছিলেন মামলার বাদি।

এদিকে হাইকোর্টের একই বেঞ্চ শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে হওয়া ৫টি মামলার কার্যক্রমও বাতিল করে দেন। এ মামলাগুলো ঢাকার তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল। আদালত তার আদেশে লিখেন এ মামলাগুলো করে আদালতের সময় নষ্ট করেছেন বাদি। শুধু তাই নয় এ সমস্ত মামলাই করা হয়েছে যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণ না করে। আর সে কারণেই এ ৫টি মামলা বাতিল করা হলো। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পরিবারের সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিবেশি নিহত

জিম্মি মুক্তির জন্য যে শর্ত দিল হামাস

ফরিদপুরে আসামির হামলায় আহত দুই পুলিশ কর্মকর্তা  

গত ৬ বছরে মুজিববর্ষ পালনের খরচ ১২৬১ কোটি টাকা

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টায় আটক ২

টাকা না পেয়ে হিজড়ার ঢিলে ভাঙলো ট্রেনের জানালার গ্লাস