ভিডিও শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

দুই পরিবারের সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিবেশি নিহত

 দুই পরিবারের সংঘর্ষ থামাতে গিয়ে প্রতিবেশি নিহত

নিউজ ডেস্ক:  শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রায় দুই পক্ষের মারামারি থামাতে গিয়ে লাঠির আঘাতে নজরুল ইসলাম মোল্লা (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নজরুল ইসলাম মোল্লা একই এলাকার মৃত মমিন আলি মোল্লার ছেলে। 

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর ভয়রা এলাকার সালামত সরদার ও মিয়া চাঁন সরদারের পরিবারের মধ্যে কথার কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। এসময় তাদের সংঘর্ষ থামাতে প্রতিবেশি নজরুল ইসলাম মোল্লা এগিয়ে আসেন। এসময়ে লাঠির আঘাত লেগে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ‘মারামারি থামাতে গিয়ে নজরুল ইসলাম মোল্লা নামের এক ব্যক্তি আঘাত পেয়ে মারা গিয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ে ডাক্তার সাবরিনা

উত্তর কোরিয়ার সেনাদের নিয়ে যে নতুন তথ্য দিলো পেন্টাগন

চারশ’ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা, ব্যবসায়ীদের সড়ক অবরোধ

নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য প্রস্তুত ইউরোপের বেশকয়েকটি দেশ

বিষ প্রয়োগে প্রাণি হত্যার প্রতিবাদে সরব জয়া