দৈনিক করতোয়ায় প্রতিবেদন প্রকাশের পর
বগুড়ার ধুনটে সারের কৃত্রিম সংকটের অবসান সরকার নির্ধরিত দামে বিক্রি
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় কৃষকদের চাহিদা অনুযায়ী সরবরাহ করায় সারের কৃত্রিম সংকটের অবসান হয়েছে। দৈনিক করতোয়ায় প্রতিবেদন প্রকাশের পর উপজেলা প্রশাসন এ ব্যবস্থা গ্রহন করেছে। ফলে চাহিদা মোতাবেক সরকার নির্ধারিত দামে সার কিনতে পেরে কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ উপজেলায় বিসিআইসি ডিলার ১১জন ও সাব-ডিলার ৪৭ জন এবং বিএডিসি ২০ জন ডিলার রয়েছে। চলতি রবি মৌসুমে ৫০ হাজার ৫০১ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফসল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এসব ফসল উৎপাদন করতে গিয়ে জমিতে কৃষকেরা টিএসপি, এমওপি, ডিএপি ও ইউরিয়া সার ব্যবহার করেন। কিন্ত রবি মৌসুমের শুরুতে কৃত্রিম সংকট দেখিয়ে এ উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠে।
এই অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ নভেম্বর দৈনিক করতোয়ায় ধুনটে সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি-শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রকাশিত প্রতিবেদনটি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরপর সারের সংকট নিরসনে মাঠে নামে প্রশাসন। তারা প্রতিটি হাট-বাজার মনিটরিং ও সার বিক্রেতা ডিলারদের সাথে বৈঠক করে সরকার নির্ধারিত দামে সার বিক্রির বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া নভেম্বর মাসের চাহিদা অনুয়ায়ী সরকারিভাবে সার সরবরাহের ব্যবস্থা করেন। সেই হিসেবে টিএসপি ২৩১ মেট্রিক টন, এমওপি ৩৩৫ মেট্রিক টন, ডিএপি ৫০৬ মেট্রিক টন ও ইউরিয়া সার ৫৭৭ মেট্রিক টন বরাদ্দ দেওয়া হয়েছে।
বিসিআইসি সার ডিলার সমিতির ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন, আমরা নভেম্বর মাসের বরাদ্দকৃত সার উত্তোলন করেছি। কৃষকের তেমন চাহিদা না থাকায় আগের মাসের সারও গুদামে রয়েছে। সবমিলে আমাদের কাছে পর্যান্ত পরিমান সার রয়েছে। আমরা সরকারি দামে রশিদমুলে চাহিদা মোতাবেক কৃষকদের কাছে এসব সার বিক্রি করছি।
আরও পড়ুনস্থানীয় কৃষকেরা জানান, রবি মৌসুমের শুরুতে বেশি দামে সার কিনতে হয়েছে। কিন্ত পত্রিকায় সংবাদ প্রকাশের পর সেই সমস্যার সমাধান হয়েছে। সরকারি নির্ধারিত দামে সার পেয়ে আমরা খুশি।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম বলেন, এ উপজেলায় সারের কোন সংকট নেই। সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং করছি। কৃষকদের কাছে সার বিক্রির কোন অনিয়মের অভিযোগ পেলে সংশ্লিষ্ট ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন