নওগাঁর পত্নীতলায় সুমন হত্যা মামলার প্রধান আসামি আটক
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : পত্নীতলায় আলোচিত সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল ইসলামকে তথ্য প্রযুক্তির সহযোগিতায় পত্নীতলা থানা পুলিশ গাজীপুরের কোনাবাড়ী এলাকা হতে গ্রেপ্তার করেছে।
জানা যায়, গত রোববার রাতে নজিপুর বাসস্ট্যান্ড সিএন্ডবি মসজিদ মার্কেটের সুমন কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট এর স্বত্বাধিকারী এবং নজিপুর সরকারি কলেজের ডিগ্রি ৪র্থ বর্ষের ছাত্র মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের উত্তর বিলছাড়া (চকপাড়া) গ্রামের মৃত ময়েন উদ্দীনের ছেলে ব্যবসায়ী সুমনকে নাদৌড় গ্রামীণ সড়কের পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক সুমনকে মৃত বলে ঘোষণা করলে পত্নীতলা থানা পুলিশ সুমনের মৃতদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠায়।
আরও পড়ুনএ ঘটনায় ব্যবসায়ী সুমন হত্যায় জড়িত থাকার অভিযোগে তার বোন মৌসুমী নজিপুর বাসস্ট্যান্ড সিএন্ডবি মসজিদ মার্কেটের ব্যবসায়ী বুলবুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ৯/১০ জনকে আসামি করে পত্নীতলা থানায় গত ১৮ নভেম্বর মামলা দায়ের করলে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা পত্নীতলা থানার এসআই আব্দুর রহমান ও এসআই সুব্রত কুমার ঘোষসহ সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তির সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে সুমন হত্যা মামলার প্রধান আসামি বুলবুল ইসলামকে আটক করে নওগাঁ পুলিশ সুপার ও ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ অন্তে উক্ত বুলবুল ইসলামকে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে এবং উক্ত হত্যা মামলার পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ এনায়েতুর রহমান জানান।
মন্তব্য করুন