ভিডিও বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

ফুলশয্যার রাতে আমরা একা ছিলাম না : নাদিয়া

ফুলশয্যার রাতে আমরা একা ছিলাম না : নাদিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। দেড় দশক ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন তিনি। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্র ‘ড্রেসিং টেবিল’, ‘আইসক্রিম’ ও ‘রেডরাম’-এ দেখা গেছে তাকে। 

চলতি বছরের জুন মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সালহা খানম নাদিয়া ও সালমান আরাফাত। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের পরবর্তী সময় কেমন কাটছে ও বিভিন্ন বিষয়ে এ অভিনেত্রী কথা বলেছেন। 

বিয়ের পরবর্তী সময় নিয়ে নাদিয়া বলেন, ‘হানিমুনে যাওয়ার দুইদিন পর চলে আসছি আলহামদুলিল্লাহ আরও বরকত বেড়ে গেছে, দু’জন একসঙ্গে কাজ করছি।’

ফুলশয্যার রাতের বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘ফুলশয্যার রাতে আমরা একা ছিলাম না। আমার ভাই-ভাবি নিউলি ম্যারিড কাপল। আমার ননদ দেবর আমরা সবাই একটা রিসোর্টে একসঙ্গে ছিলাম। গল্প ডান্স করতে করতে আমাদের রাত পার হয়ে গেছে, এটা খুব মজার ছিল।’

নাদিয়ার কথায়, ‘আমার মায়ের অনুপ্রেরণায় মিডিয়ায় পথচলা শুরু। ইন্ডাস্ট্রিতে কোন শত্রু নেই, নাটকের হিরো হিসেবে মনির খান শিমুল ভাইকে বেশি ভালো লাগতো। এখন তো সে মেইনস্ট্রিম নাটকে কাজ করছে না। এরপর মিশু ভাই মোশাররফ ভাইকে ভালো লাগে।’

আরও পড়ুন

শাকিব খানের নায়িকা হয়ে কাজ করার অফার প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘এটা নির্ভর করবে সিনেমাতে আমার ক্যারেক্টার কেমন হবে,  তার সঙ্গে কাজ করতে কোন সমস্যা নেই।’

এরপর বলেন, ‘নাটকের চরিত্রের প্রয়োজনে অনেক বার বিয়ে করতে হয়েছে। বাসায় বিয়ের ও কাতানের শাড়ি ৩০ টার মতো আছে।’ সালহা খানম নাদিয়ার ক্যারিয়ারে যেমন হিট বিজ্ঞাপন আছে, তেমনি হিট শর্টফিল্মও আছে।

এছাড়া কলকাতায় কাজ করেছেন ‘সুনেত্রা সুন্দরম’ নামের একটি চলচ্চিত্রে। অভিনয়ের পাশাপাশি পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত নাদিয়া। অভিনয়ের বাইরে যতটা সময় পান, সেখানেই দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ দিনের ছুটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রাকিব-রায়হান

ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে, সমাধান কী

জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া সীমান্তে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের লাশ উদ্ধার

বগুড়ার বাজার স্বরূপে নিষিদ্ধ পলিথিন

অতিরিক্ত চিনি খাওয়ার লক্ষণ