ভিডিও শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বগুড়ার দুপচাঁচিয়ায় সালমা হত্যা মামলায় জামিন হয়নি ছেলে সাদের 

বগুড়ার দুপচাঁচিয়ায় সালমা হত্যা মামলায় জামিন হয়নি ছেলে সাদের , ছবি: দৈনিক করতোয়া -ফাইল ছবি

কোর্ট রিপোর্টার : বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করে বাড়ির ডিপ ফ্রিজে রাখার মামলায় গ্রেপ্তারকৃত তার ছেলে হাজতি সাদ বিন আজিজুর রহমানের জামিনের আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকা তার জামিনের আবেদন নামঞ্জুর করেন।

এই মামলায় গ্রেপ্তারকৃত তিন আসামি মোসলেম উদ্দিন, সুমন রবিদাস ও বাসার ভাড়াটিয়া মাবিয়া বেগম হত্যাকান্ডের ঘটনা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দী প্রদান করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া সিদ্দিকা এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান পৃথকভাবে ওই দুই আসামির জবানবন্দী রেকর্ড করেন।

উল্লেখ্য, হত্যাকান্ডের চার মাস আগে ওই বাসার চারতলায় একই উপজেলার উত্তর সাজাপুরের আইয়ুব আলীর স্ত্রী আসামি মাবিয়া বেগম (৫০) ভাড়া নেন। এদিকে ভাড়াটিয়া মাবিয়া বেগমের অনৈতিক কার্যকলাপ বাড়ির মালিক উম্মে সালমার নজরে এলে তিনি ও তার স্বামী আজিজুর রহমান ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে বাসা ছেড়ে দিতে বলেন। এতে ভাড়াটিয়া মাবিয়া আক্তার ওই দুই আসামি মোসলেম উদ্দিন ও সুমন রবিদাসকে ডেকে এনে গত ১০ নভেম্বর রোববার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়ায় নিজ বাড়িতে চেতনানাশক স্প্রে করে সালমাকে হত্যা করে লাশ ঘরের ডিপ ফ্রিজে রাখে। ওই ঘটনার পর নিহতের বড় ছেলে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে দুপচাচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরের দিন র‌্যাব সালমার ছোট ছেলে সাদকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং র‌্যাব প্রেস ব্রিফিংয়ে জানায়, ছেলে সাদ তার মাকে হত্যা করেছে বলে স্বীকার করেছে।

আরও পড়ুন

পুলিশ সাদকে তিন দিনের রিমান্ডে নেয়। এদিকে এই মামলা পুলিশ তিন আসামি মাবিয়া, মোসলেম ও সুমনকে গ্রেপ্তার করলে প্রকৃত রহস্য বের হয়ে আসে এবং তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরে পানিতে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

নিষিদ্ধ পলিথিন মজুদে দুই ব্যবসায়ীর জরিমানা

আড়াইহাজারে অস্ত্রসহ ডাকাত আটক

নওগাঁ শহরে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান শুরু

নীলফামারীতে নারী ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত দু’জনকে আসামি করে মামলা কর্মবিরতি অব্যাহত

বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক