দিনাজপুরে আ’ লীগ নেতাকর্মীদের জামিন দেওয়ার প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ
দিনাজপুর জেলা প্রতিনিধি : সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দেওয়ার প্রতিবাদে পৃথক পৃথক ব্যানারে বিক্ষোভ সমাবেশ করে সচেতন দিনাজপুরবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন দিনাজপুরবাসীর ব্যানারে পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতা সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি চীফ জুডিশিয়াল আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভ সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের নেতা আবির হোসেন বলেন, জুলাই আগস্ট মাসে স্বৈরাচারী সরকার হাসিনাকে পদত্যাগ করাতে দুই হাজারের অধিক ছাত্র-জনতা জীবন দিয়েছে। অসংখ্য ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে এখনও বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। পুলিশ আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করলেও আদালতের মাধ্যমে কিছু সন্ত্রাসী জামিনে বের হয়ে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। এদের জামিন দেওয়ার বিষয়টি কোনভাবেই ছাত্র-জনতা মেনে নিতে পারছে না। তাই বাধ্য হয়ে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে হচ্ছে।
আরও পড়ুনদিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেত্রী শাহীন সুলতানা বিউটি বলেন, হাসিনা সরকারের আওয়ামী দোসররা এখনও জেলখানার বাইরে ঘুরছে। পুলিশ আওয়ামী দোসরদের গ্রেপ্তার করছে। আদালতের বিচারক তাদেরকেই সপ্তাহ পার না হতেই জামিন দেওয়ায় আমরা হতবাক।
আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট সরকার মোঃ রাশিদুল ইসলাম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকলসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ।
মন্তব্য করুন