ভিডিও রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালিত

বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস পালিত, ছবি: দৈনিক করতোয়া

বগুড়ায় আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে । ১৯৭১ সালের এই দিনে পাক বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের গতিকে ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ সূচিত হয়। ফলশ্রুতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন বাংলাদেশ। প্রতি বছরের মত এ বছরও বগুড়া সেনানিবাসে যথাযথ মর্যাদার মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম,এনডিসি, পিএসসি।

প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধে বগুড়া অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। একইসাথে তিনি জাতীয় পর্যায়ে যে কোন দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকান্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। সেইসাথে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে আলোকপাত করেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা হারিয়ে ভেঙে পড়েছেন ঋতুপর্ণা

আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে সিদ্ধান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

লেবানন থেকে আবারও ইসরায়েলে হামলা

চেলসি ও আর্সেনালের জয়

বান্দরবানে বন্দুকযুদ্ধে তিন কেএনএ সন্ত্রাসী নিহত

বিগত কমিশনগুলো বিতর্কিত ও কলঙ্কজনক নির্বাচন করে শপথ ভঙ্গ করেছে : বদিউল আলম