ভিডিও শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন

যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন-রাশিয়া সংঘাতের এক হাজার দিন পেরিয়ে গেলেও দেশ দুইটির সংঘাত থামার কোন লক্ষণ নেই। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো রাশিয়ায় যুক্তরাজ্য ও মার্কিন তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। অন্যদিকে রাশিয়াও এর কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন পুতিন। তবে তিনি এক্ষেত্রে কিছু শর্ত দিয়েছেন। 

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, পুতিনের শর্তের মধ্যে রয়েছে ইউক্রেনে রাশিয়ার দখল করা ভূখণ্ডগুলো নিয়ে বড় কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগ করতে হবে ইউক্রেনকে। রাশিয়ার সাবেক ও বর্তমান পাঁচ কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ট্রাম্পের মধ্যস্থতায় কোনো চুক্তি হলে, তাতে ইউক্রেনে চলমান সম্মুখসারির যুদ্ধ বন্ধে রাজি হতে পারে ক্রেমলিন। এছাড়া পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চল ভাগাভাগির বিষয়েও আলোচনার সুযোগ রাখা হবে। এই চার অঞ্চলকে বর্তমানে নিজেদের বলে দাবি করে রাশিয়া। অঞ্চলগুলোর ৭০ থেকে ৮০ শতাংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। 

আরও পড়ুন

রয়টার্স আরও জানিয়েছে, ইউক্রেনের উত্তর ও দক্ষিণাঞ্চলে খারকিভ ও মিকোলাইভের অল্প যেসব এলাকা রাশিয়ার দখলে রয়েছে, সেখান থেকে সেনা প্রত্যাহারে রাজি হতে পারে ক্রেমলিন। তবে শেষ পর্যন্ত কোনো চুক্তি না হলে, রাশিয়া যুদ্ধ চালিয়ে যাবে বলে রয়টার্সকে জানিয়েছে সূত্র।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাসে জনবল নিয়োগ দেবে ব্র্যাক, থাকছে না বয়সসীমা

বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলো পুতিন | Russia-Ukraine War | Putin | Karatoa International

দোহারে রিকশা গ্যারেজ থেকে মালিকের মরদেহ উদ্ধার

পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ৩ ছাত্রের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

‘সিস্টেম লসে’ চট্টগ্রাম ওয়াসার বছরে লোকসান ১০০ কোটি টাকা

ফার্মগেটের মানসী প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট