ভিডিও শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

মাদকাসক্ত ছেলেকে পুলিশে তুলে দিলেন এক মা

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

নেত্রকোনার কলমাকান্দায় মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিলেন এক মা। মাদক সেবন ও বহনের অপরাধে শাহজাহান মিয়া (২৫) নামে যুবককে ১২ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় নগদ একশ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের মুক্তিচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, মা সাজেদা খাতুনের অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম পুলিশের সহযোগিতায় সদরের মুক্তিচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

এ সময় শাহজাহান মিয়াকে হাতনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে গ্রেপ্তারকৃত শাহজাহান মিয়া অপরাধ স্বীকার করে নেন।

আরও পড়ুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আদালত তাকে ১২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় নগদ এক শ টাকা জরিমানা করা হয়। পরে রাতেই তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাজাপ্র্রাপ্ত শাহজাহান মিয়া উপজেলার পাঁচগাও গ্রামের শুকুর মাহমুদের ছেলে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, শাহজাহান একজন মাদকাসক্ত।  মাদকের টাকার জন্য মাকে অত্যাচার করত, মারধর করত। শেষে অতিষ্ঠ হয়ে পুলিশে বিষয়টি জানায় মা সাজেদা খাতুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত স্বৈরাচার সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে : তারেক রহমান

এখনও বার্সেলোনায় ফেরার চিন্তা আছে : মেসি

যুদ্ধক্ষেত্রে আবারও নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষার ঘোষণা পুতিনের

অভিনয়ে ডাক্তার সাবরিনা

উত্তর কোরিয়ার সেনাদের নিয়ে যে নতুন তথ্য দিলো পেন্টাগন

চারশ’ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের