টি-টোয়েন্টিতে টানা তিন সেঞ্চুরিতে বিরল রেকর্ড
স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে এমন ঘটনা আগে নেই। তাই করে দেখালেন ভারতের ব্যাটার তিলক বার্মা। টানা তিন ইনিংসে সেঞ্চুরির করার অনন্য নজির গড়েছেন তিনি। হায়দরাবাদে সৈয়দ মুশতাক আলী ট্রফির ওপেনারে মেঘালয়ের বিপক্ষে ৬৭ বলে ১৫১ রানের বিস্ফোরক ইনিংস খেলেই নজিরটিকে পূর্ণতা দিয়েছেন তিলক।
২২ বছর বয়সী তিলক ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানোর আগে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। তার আগে জোহানেসবার্গে অপরাজিত ছিলেন ১২০ রানে। শুধু টানা তিন সেঞ্চুরির অনন্য নজিরই নয়, তিনি প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ প্লাস রানের ইনিংস খেলেছেন। তার আগে ২০২২ সালে ভারতের নারীদের ঘরোয়া ক্রিকেটে নাগাল্যান্ডের হয়ে ১৬২ রানের ইনিংস খেলেছিলেন কিরণ নাভগিরে।
আরও পড়ুনবিস্ফোরক সেঞ্চুরির আগে মেঘালয়ের হয়ে ৩ নম্বরে ব্যাট করতে নামেন তিলক। মারকুটে ব্যাটিংয়ে তার স্ট্রাইক রেট ছিল ২২৫.৩৭। চার মেরেছেন ১৪টি আর ছক্কা ১০টি। তার পর ইনিংসের শেষ বলে আউট হয়েছেন তিনি। তিলকের ব্যাটিংয়ে ভর করেই ৪ উইকেটে ২৪৮ রানের সংগ্রহ পায় হায়দরাবাদ। যা সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দলটির সর্বোচ্চ স্কোর। সার্বিকভাবে টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ ইনিংস এটি।
মন্তব্য করুন