ভিডিও শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

৬ ইসরায়েলি সেনার আত্মহত্যা, সহস্রাধিক নিচ্ছে মানসিক চিকিৎসা

৬ ইসরায়েলি সেনার আত্মহত্যা, সহস্রাধিক নিচ্ছে মানসিক চিকিৎসা, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক মাসে অন্তত ছয়জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইয়েদিয়থ আহরোনথ। গাজা ও লেবাননের দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে সৃষ্ট তীব্র মানসিক চাপ এই সব আত্মহত্যার প্রধান কারণ বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। খবর : আল জারিরা।

তবে ছয়জন সেনার মৃত্যুর খবর জানা গেলেও আত্মহত্যার সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কারণ ইসরায়েলি সামরিক বাহিনী বছরের শেষ নাগাদ সরকারি সংখ্যা প্রকাশের প্রতিশ্রুতি দিলেও এখনো তা প্রকাশ করেনি। প্রতিবেদনটি ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে একটি বৃহত্তর মানসিক স্বাস্থ্য সংকটকে তুলে ধরে। হাজারো সেনা সামরিক মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা মনোবিদদের কাছ থেকে সহায়তা চেয়েছে। এদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ সেনা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে। প্রতিবেদন অনুসারে, মানসিক আঘাতে ভোগা সেনাদের সংখ্যা যুদ্ধে শারীরিকভাবে আহত হওয়া সেনাদের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় গাজায় ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আরও পড়ুন

গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে। এক বছর পর এই যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নয়। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় সাড়ে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে গুলি ছোড়া সেই অস্ত্রধারী যুবলীগকর্মী গ্রেফতার

চাঁদাবাজি মামলায় রাজবাড়ীতে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়া সোনাতলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ২ ভাই আহত

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

সিরাজগঞ্জ উল্লাপাড়ার শুঁটকি মাছের চাতালে মজুরি বৈষম্যের শিকার নারী শ্রমিকরা

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১শ’ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ২