ভিডিও শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

ট্রাম্পের পর্ন তারকাকে ঘুষ প্রদান মামলার রায় স্থগিত

ট্রাম্পের পর্ন তারকাকে ঘুষ প্রদান মামলার রায় স্থগিত, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদান সংক্রান্ত মামলার রায় স্থগিত করা হয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের আদালতের বিচারপতি জুয়ান মার্চান শুক্রবার এ ঘোষণা দেন। 

গত সপ্তাহে এ মামলা খারিজ করে দেওয়ার আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। শুক্রবার রায় ঘোষণা স্থগিতের পাশাপাশি মামলাটি খারিজের আবেদনের জন্য ট্রাম্পের আইনজীবদের সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি। আগামী ২ ডিসেম্বরের মধ্যে এ আবেদন করতে পারবেন ট্রাম্পের আইনজীবীরা। 

আরও পড়ুন

এদিকে বাদিপক্ষ স্টর্মি ড্যানিয়েলসের আইনজীবী এবং ম্যানহাটান জেলার অ্যাটর্নি আলভিন ব্র্যাগ বিচারপতি মার্চানকে দেওয়া এক চিঠিতে বলেছেন, আদালতের রায় ঘোষণার দিন পিছিয়ে দেওয়া নিয়ে তিনি বা তার মক্কেলের আপত্তি নেই। এটাও বলা হয়েছে, আদালত যদি চান তাহলে ট্রাম্পের শাসনকাল শেষ হওয়া পর্যন্তও তারা অপেক্ষা করতে প্রস্তুত। তবে যদি মামলা খারিজ করার চেষ্টা হলে সর্বশক্তি দিয়ে তারা লড়াই করবেন।

উল্লেখ্য, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ২০০৬ সালে ট্রাম্পের যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষ থেকে তার সাবেক আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়েছিল স্টর্মিকে। এ বিষয়ে মুখ না খুলতে স্টর্মি ড্যানিয়েলসকে ওই ঘুষ দেওয়া হয়েছিল। এরপর ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার অভিযোগে ট্রাম্পকে দোষি সাব্যস্ত করেছিলেন নিউইয়র্কের আদালত।
 সূত্র : বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

সাময়িক বন্ধের পর খুললো যমুনা ফিউচার পার্ক

বগুড়ার শেরপুরে টমেটো চাষে ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখছেন কৃষক হায়দার আলী

সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ বিবেচনায় রয়েছে: বদিউল আলম

সিলেটে ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

একদিনে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু