প্রত্যেকটি জায়গায় শুধু বাপের নাম, শেখ হাসিনার উদ্দেশ্যে রিজভী
এই দেশ কি শুধু আওয়ামী লীগ স্বাধীন করেছে? যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার বাবা স্বাধীন করেছে? যুদ্ধের সময় কোথায় ছিলেন? কোথায় তার যুদ্ধের ঘোষণা? এ দেশবাসী তো শোনেনি তার যুদ্ধের ঘোষণা । শুনেছেন একজন মেজরের কন্ঠস্বর ।
শনিবার দুপুরে মহাখালী ওয়্যারলেস গেটে শহিদ নাফিজের বাসায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার বক্তব্যে এসব কথা বলেন ।
এ সময় তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, স্কুল, কলেজ, কালভার্টসহ প্রত্যেকটি জায়গায় শুধু বাপের নাম দিয়ে ভরিয়ে দিয়েছেন। এক টাকার নোট, পাঁচ টাকার নোট, দশ টাকার নোট, একশ টাকার নোট প্রত্যেকটিতে শুধু বাপের ছবি। আর এ দেশের জন্য কেউ আন্দোলন করেনি? কেউ সংগ্রাম করেনি ? কেউ রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেননি? আজ মওলানা আব্দুল হামিদ খানের ছবি নেই কেন? আজ শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক,তার ছবি নেই কেন? আজ জেনারেল ওসমানীর ছবি নেই কেন? সব আপনার বাবা করেছে?
আরও পড়ুনতিনি আরও বলেন, হাসিনা এই দেশটিকে বানাতে চেয়েছে শেখ দেশ। শেখের পারিবারিক দেশ ও পারিবারিক জমিদারি। আর এই জমিদারি করতে গিয়ে তারা দেশকে জাহান্নামের দ্বার প্রান্তে টেনে নিয়ে গেছে। বেনজিরদের মতো অনেক ঘাতক তৈরি করেছিলেন। এদেরকে দিয়ে শেখ হাসিনা নির্দ্বিধায় গুলি চালাতে দ্বিধা করেনি।
রিজভী বলেন, নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না, মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ, মুগ্ধ ও আবু সাঈদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন। এসময় নাফিজের মা, হত্যাকারীদের বিচার এবং নাফিজ যেখানে শহিদ হন সেখানে নাফিজ চত্বর ঘোষণার দাবি জানান।
মন্তব্য করুন