রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যমত জরুরি। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে।
আজ শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর ইস্কাটনের বি আই আই এস এস মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে জাতীয় আলোচনায় এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর আগে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংযুক্ত করার কথাও বলেন তিনি।
এই ইস্যুতে চীন ও ভারতকে কীভাবে পাশে পাওয়া যাবে তা নিয়েও কাজ করার জরুরি বলে মন্তব্য করেন উপদেষ্টা।
আরও পড়ুনএসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভূরাজনীতিকে প্রভাবিত করছে রোহিঙ্গা ইস্যু। দেশের অর্থনৈতিক ব্যবস্থায় প্রভাব ফেলছে। রোহিঙ্গাদের মানবিকভাবে রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের শিক্ষা, চিকিৎসার সুব্যবস্থা করতে হবে। পাশাপাশি তাদের আয়ের ব্যবস্থাও করতে হবে।
মন্তব্য করুন