ভিডিও শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

বগুড়ার ধুনটে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগে ভূমি মালিক গ্রেপ্তার

বগুড়ার ধুনটে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগে ভূমি মালিক গ্রেপ্তার, ফাইল ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় সরকারি রাস্তার পাশ থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে করা মামলায় শামসুল হক (৬৪) নামে এক ভূমি মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে গাছের কাটা অংশ জব্দ করা হয়েছে। শামসুল হক উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের মানিকপোটল গ্রামের পিয়ার আলী সরকারের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়বিলা-ভান্ডারবাড়ি সরকারি পাকা সড়কের পাশে মানিকপোটল গ্রামের অংশে নিজস্ব জমিতে ইউক্যালিপটাস গাছ রোপন করেন শামসুল হক। সেই গাছগুলো বর্তমানে বড় হয়েছে। শামসুল হক জমির ধারে লাগানো সরকারি রাস্তার পাশের ১১টি গাছ স্থানীয় এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।

আজ শুক্রবার সকালে ওই রাস্তার পাশ থেকে গাছগুলো কাটার সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গোসাইবাড়ি ইউনিয়ন ভুমি অফিসের এক কর্মচারী ঘটনাস্থলে পৌঁছে শামসুল হককে আটকের পর থানায় সোপর্দ করেন। এ ঘটনায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চু বাদি হয়ে শামসুল হক ও তার ছেলের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরও ৪ জনকে আসামি করে রাতে থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সরকারি গাছ কাটার মামলায় গ্রেপ্তার দেখিয়ে শামসুল হককে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে আড়াইশ’ আমগাছ কেটে ফেলার অভিযোগ

গাছে গাছে ঝুলছে দার্জিলিংয়ের কমলা বাগান থেকেই কিনছেন ক্রেতারা

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হাছানাত আলীকে বগুড়ায় ইবিয়ানদের সংবর্ধনা প্রদান

বগুড়ায় কনসার্ট দেখতে গিয়ে যুবক খুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

বগুড়ার ধুনটে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগে ভূমি মালিক গ্রেপ্তার