ভিডিও রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

বগুড়ায় কনসার্ট দেখতে গিয়ে যুবক খুন

বগুড়ায় কনসার্ট দেখতে গিয়ে যুবক খুন

স্টাফ রিপোর্টার : বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে রাত পৌনে ৯টার দিকে বাক-বিতন্ডায় মেহেদী হাসান (২৬) নামে এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। ওই যুবকের বাড়ি বগুড়া শহরের মালগ্রামের চাপরপাড়া (আদর্শপাড়া) এলাকায়।

সে ওই এলাকার রাজমিস্ত্রী রফিকুল ইসলামের একমাত্র ছেলে। মেহেদী হাসান পেশায় ইলেকট্রিক মিস্ত্রীর সহযোগী ছিলেন। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দীনসহ একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

একই এলাকার মেহেদীর সঙ্গী রিয়াজ আহমেদ জানান, তারা সাত থেকে আটজন আজ শনিবার (২৩ নভেম্বর) রাতে ওই কলেজে কানসার্ট দেখতে আসেন। কনসার্ট চলাকালে তিনি কলেজের দশতলা ভবনের একটু দূরে গিয়ে মেহেদীর খোঁজ করেন। মেহেদীকে না পেয়ে প্রতিবেশী এক ছোট ভাইকে মেহেদীকে ডাকতে পাঠান। ওই যুবক ঘটনাস্থলে গিয়ে তাকে মিসকল দেয়।

আরও পড়ুন

এরপরই সে ওই স্থানে এসে দেখেন বেশ ক’জন মেহেদীকে মারপিট করছে এবং অনেক লোকজন সেখানে সমবেত হয়েছে। এরইমধ্যে ছুরিকাঘাতে মেহেদী মাটিতে লুটিয়ে পড়লে তিনিসহ অন্যরা তাকে নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরী বিভাগে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুষ্কৃতকারীরা এমনভাবে ছুরি মেরেছে যে তার পেটের ভুড়ি বেরিয়ে এসেছে এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়।

রিয়াজ আহমেদ জানান, মেহেদীর সাথে কারো কোন বিবাদ বা দ্বন্দ্ব ছিলো না। ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঘটেছে। মেহেদীরা দুই বোন এক ভাই এবং সেই ছিলো তার বাবার একমাত্র ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর রাণীনগরে আড়াইশ’ আমগাছ কেটে ফেলার অভিযোগ

গাছে গাছে ঝুলছে দার্জিলিংয়ের কমলা বাগান থেকেই কিনছেন ক্রেতারা

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হাছানাত আলীকে বগুড়ায় ইবিয়ানদের সংবর্ধনা প্রদান

বগুড়ায় কনসার্ট দেখতে গিয়ে যুবক খুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ

বগুড়ার ধুনটে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগে ভূমি মালিক গ্রেপ্তার